কোয়ারান্টিনে খুশি নাদাল, সেরেনা
দুই টেনিস তারকাই স্পষ্ট জানিয়েছেন, অস্ট্রেলিয়ান ওপেনের আগে দু'সপ্তাহের কোয়ারান্টিন নিয়ে তাঁদের কোনও অভিযোগ নেই।
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) নামার আগে টেনিস তারকাদের জন্য ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টিনের ব্যবস্থা রেখেছেন আয়োজকরা। যা নিয়ে নোভাক জকোভিচ সহ নানা প্লেয়ার প্রতিবাদও করেছেন। কিন্তু রাফায়েল নাদাল (Rafael Nadal) আর সেরেনা উইলিয়ামসকে (Serena Williams) পাশে পাচ্ছে টেনিস অস্ট্রেলিয়া। দুই টেনিস তারকাই স্পষ্ট জানিয়েছেন, অস্ট্রেলিয়ান ওপেনের আগে দু’সপ্তাহের কোয়ারান্টিন নিয়ে তাঁদের কোনও অভিযোগ নেই।
আরও পড়ুন: সিডনিতে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিল ভারত, মানল অস্ট্রেলিয়া
নাদাল বলেছেন, ‘আসার আগে মনে হয়েছিল বাড়াবাড়িই করা হচ্ছে। কিন্তু যখন এখানে এলাম, দেখলাম করোনার বিরুদ্ধে অস্ট্রেলিয়া দারুণ লড়াই করছে। যেটা সত্যিই প্রশংসা করার মতো।’
এর আগে এক সাক্ষাত্কারে নাদাল ঘুরিয়ে সমালোচনা করেছেন জোকারের। যিনি কোয়ারান্টিনের সময় ট্রেনিংয়ের বন্দোবস্তের দাবি তুলেছিলেন। নাদালের যুক্তি, ‘অভিযোগ করাটা খুবই স্বাভাবিক। কিন্তু কেউ যদি পরিস্থিতি বুঝতে পারে, দেখবে, এই সময় অসংখ্য মানুষ মারা গিয়েছে করোনায়। অনেকেই তাদের মা-বাবাকে হারিয়ে এই রোগে। স্পেনের হালও তো একই রকম খারাপ। আমার অনেক ঘনিষ্ঠ এই করোনায় ব্যাপক ভাবে প্রভাবিত হয়েছে।’
আরও পড়ুন: ১৮ মাসের চুক্তিতে চেলসির নতুন কোচ থমাস তুচেল
১৪ দিনের কোয়ারান্টিন প্রায় শেষ হওয়ার মুখে। আগামী সপ্তাহ থেকেই স্বাভাবিক ট্রেনিংয়ে নেমে পড়ার কথা প্লেয়ারদের। নাদাল বলেছেন, ‘যে ভাবে সারা বিশ্ব তছনছ হয়ে গিয়েছে এই করোনায়, আমরা আয়োজকদের এই কোয়ারান্টিন নিয়ে অভিযোগ করতে পারি না। এখন পজিটিভ থাকার চেষ্টা করতে হবে। আমার তো মনে আমরা অত্যন্ত ভাগ্যবান। এখনও নিজেদের কাজ করার সুযোগ পাচ্ছি।’
২৩বার গ্র্যান্ড স্লাম জেতা সেরেনা উইলিয়ামস অস্ট্রেলিয়ান ওপেন খেলতে এসেছেন মেয়ে অলিম্পিয়াকে সঙ্গে নিয়ে। তিনি যাবতীয় ব্যবস্থাপনায় খুশি। বলেছেন, ‘দারুণ ব্যবস্থা। অত্যন্ত কড়া হাতে পুরোটা সামলাচ্ছে আয়োজকরা। এটাই নিউ নর্ম্যাল জীবন। তিন বছরের মেয়েকে নিয়ে সর্বক্ষণ হোটেলের ঘরে থাকাটা কঠিন। কিন্তু সেটা অনেক নিরাপদও।’
আরও পড়ুন: আমি স্রেফ বিরাটের সহকারী, বলছেন রাহানে