Ayhika-Sutirtha: এশিয়ান টেবিল টেনিসে ইতিহাস, পদক নিশ্চিত ঐহিকা-সুতীর্থার

Oct 12, 2024 | 2:56 PM

Asian TT Championships: গত কয়েক বছর ধারাবাহিক ভালো পারফর্ম করছেন ঐহিকা ও সুতীর্থা। প্যারিস অলিম্পিকেও ছিলেন সুতীর্থা। ঐহিকা অলিম্পিকে অংশ না নিলেও টিমের সঙ্গে প্যারিসে ছিলেন। অর্চনা কামাথের হঠাৎ অবসরে সুতীর্থার সঙ্গে এশিয়ান টিটিতে জুটি বাঁধার সুযোগ হয়েছে।

Ayhika-Sutirtha: এশিয়ান টেবিল টেনিসে ইতিহাস, পদক নিশ্চিত ঐহিকা-সুতীর্থার
Image Credit source: SAI MEDIA

Follow Us

এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস। মেয়েদের ডাবলসে পদক নিশ্চিত ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়ের। ভারতের প্রথম জুটি হিসেবে পদকের ইতিহাস গড়তে চলেছেন সুতীর্থারা। এশিয়ান টেবিল টেনিসে মেয়েদের ডাবলসে এর আগে কখনও পদক জেতেনি ভারত। গত কয়েক বছর ধারাবাহিক ভালো পারফর্ম করছেন ঐহিকা ও সুতীর্থা। প্যারিস অলিম্পিকেও ছিলেন সুতীর্থা। ঐহিকা অলিম্পিকে অংশ না নিলেও টিমের সঙ্গে প্যারিসে ছিলেন। অর্চনা কামাথের হঠাৎ অবসরে সুতীর্থার সঙ্গে এশিয়ান টিটিতে জুটি বাঁধার সুযোগ হয়েছে। আর সুযোগটাকে দুর্দান্ত কাজেও লাগালেন।

দক্ষিণ কোরিয়ার শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে এশিয়ান টেবিল টেনিসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ঐহিকা-সুতীর্থার ভারতীয় জুটি। বড় টুর্নামেন্টে সুযোগ পেলেই জ্বলে ওঠেন ঐহিকা। এর আগে বিভিন্ন স্তরে তা প্রমাণ করেছেন। বছরের শুরুতেই ওয়ার্ল্ড টিম চ্যাম্পিয়নশিপে বিশ্বের এক নম্বর চিনের সুন ইয়াংসাকে হারিয়েছিলেন জায়ান্ট কিলার ঐহিকা। এশিয়ান টিটিতেও একই দাপট দেখা গেল।

দক্ষিণ কোরিয়ার কিম নায়োয়েং ও লি ইনহে জুটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল এবং পদকও নিশ্চিত ঐহিকা-সুতীর্থা জুটির। সেমিফাইনালে তাঁরা খেলবেন জাপানের মিয়া হরিমোতো ও মিউ কিহারা জুটির বিরুদ্ধে। পদকের রং বদলের সুযোগ থাকছে ঐহিকাদের সামনে। সেমিফাইনাল ম্যাচ জিতলেও সোনার পদকের সুযোগ।

Next Article