George Foreman: রিং মিস করবে ‘বিগ জর্জকে’, প্রয়াত বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান
George Foreman Death: দু'বারের হেভিওয়েট বক্সিং (Boxing) বিশ্বচ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান ৭৬ বছর বয়সে মারা গেলেন। তাঁর পরিবারের তরফে এই খবর জানানো হয়েছে।

কলকাতা: কিংবদন্তি আমেরিকান বক্সার জর্জ ফোরম্যান (George Foreman) প্রয়াত। দু’বারের হেভিওয়েট বক্সিং (Boxing) বিশ্বচ্যাম্পিয়ন ৭৬ বছর বয়সে মারা গেলেন। তাঁর পরিবারের তরফে এই খবর জানানো হয়েছে। মহম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ এ রিংয়ে নেমেছিলেন জর্জ ফোরম্যান।
বিগ জর্জ নামে পরিচিত ছিলেন জর্জ ফোরম্যান। তারকা বক্সারের পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রামে লেখা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, আমাদের প্রিয় জর্জ ফোরম্যান মারা গিয়েছেন। তিনি ২১ মার্চ প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর পরিবার পাশে ছিল। তিনি যেমন একজন ভালো স্বামী ছিলেন, তেমনই একজন ভালো বাবাও ছিলেন।”
এক সময় স্কুল থেকে বিতাড়িত হয়েছিলেন জর্জ ফোরম্যান। এরপর কার্যত রাস্তায় মস্তানি করে তাঁর দিন কাটত। ছোট খাটো চুরির সঙ্গে এক সময় যুক্তও হয়ে পড়েছিলেন। এরপর বক্সিং জীবন বদলে দেয়। রেকর্ডও গড়তে শুরু করেন তিনি। পেশাদার কেরিয়ারে ৭৬টা জয়। তার মধ্যে ৬৮টি নকআউট। এই পরিসংখ্যান কিংবদন্তি বক্সার মহম্মদ আলিকেও পিছনে ফেলে দেয়।
ফোরম্যান ৪৫ বছর বয়সে (সবচেয়ে বয়স্ক বক্সার হিসেবে) হেভিওয়েট খেতাব জিতেছিলেন। এ ছাড়া ১৯৬৮ সালে অলিম্পিকে হেভিওয়েটে সোনা জিতেছিলেন মাত্র ১৯ বছর বয়সে। এ বার বক্সিং দুনিয়ায় এক নক্ষত্রর পতন হল। প্রসঙ্গত, জর্জ ফোরম্যানের পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি।
কিংবদন্তি বক্সার মাইক টাইসন আমেরিকান বক্সার ফোরম্যানের প্রয়াণের খবর জানতে পেরে দুঃখ প্রকাশ করে টুইট করেছেন।
Condolences to George Foreman’s family. His contribution to boxing and beyond will never be forgotten. pic.twitter.com/Xs5QjMukqr
— Mike Tyson (@MikeTyson) March 22, 2025





