কলকাতা: এক দিকে চলছে ইউরো কাপ। প্রথম ম্যাচেই ৫ গোলে জিতে আয়োজক জার্মানি জমিয়ে দিয়েছে ইউরো। এ বার একে একে নামবে ইতালি, স্পেন, ইংল্যান্ডের মতো হেভিওয়েট টিমগুলো। ইউরোর রেশের মধ্যেই কোপা আমেরিকা শুরু হতে চলেছে। লাতিন আমেরিকার বড় টিমগুলোই ফুটবল স্কিলে মুগ্ধ করবে উল্টো গোলার্ধকে। আর্জেন্টিনা কোপাতে নেমে পড়ার আগে ছন্দে থাকার ভরসা দিল। গুয়াতেমালাকে ৪-১ হারাল নীল জার্সি। লিওনেল মেসি করেছেন ২ গোল। করিয়েওছেন একটা। তারই মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে ব্রাজিলকে নিয়ে। কিন্তু এক ব্রাজিলেরই কিংবদন্তি বলে দিলেন, তিনি খেলা দেখবেন না। জাতীয় টিমের প্রতি যাবতীয় ভরসা হারিয়েছেন। কে তিনি? রোনাল্ডিনহো।
বার্সেলোনা হোক আর ব্রাজিল, তাঁর স্কিলের ছটায় মুগ্ধ হয়ে গিয়েছে ফুটবল বিশ্ব। তাঁকেই ব্রাজিলের অন্যতম প্রতিভাবান ফুটবলার ধরা হয়। খেলা ছাড়লেও রোনাল্ডিনহোকে নিয়ে চর্চা শেষ হয়নি। সেই তিনিই কিনা কোপা আমেরিকার ঠিক আগে এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন, তিনি দেশের খেলা দেখবেন না। কেন? প্রশ্ন করা হয়েছিল, কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে কী প্রত্যাশা রাখেন? রোনাল্ডিনহোর মন্তব্য, ‘আমি ব্রাজিলের খেলা দেখব না। টিমটা সব কিছু হারিয়েছে। ভালো খেলছে না, দায়বদ্ধতা নেই, খেলার তৃপ্তি নেই। এমনকি, আমি একটাও ম্যাচ দেখব না ব্রাজিলের।’
কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ব্রাজিল। চোটের কারণে টিমে নেইমার নেই। কবে ফিরবেন, তাও জানা নেই। বাকিরাও সেই অর্থে ভারসা দিতে পারছেন না। শেষ আটটা ম্যাচে মাত্র দুটোতে জিতেছে ব্রাজিল। লাতিন আমেরিকার বিশ্বকাপের যোগ্য়তা পর্বের টেবলে ছ’নম্বরে রয়েছে ব্রাজিল। যা বেশ অবাক করার মতো ঘটনা। গত ১৭ বছরে কোপাতে মাত্র একবারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তথ্য যখন বিরুদ্ধে, তখন টিমের অভ্যন্তরেও নানা খবর শোনা যাচ্ছে। কোচ দোরিভালের টিমকে তেমন আশা দেখছেন না কেউই। কোস্তারিকা, প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিরুদ্ধে ২৫ ও ২৯ জুন এবং ৩ জুলাই খেলা। গ্রুপ ডি থেকে পরের পর্বে যেতে পারবে ব্রাজিল? রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস, যিনি আবার ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার ধরা হচ্ছে, তাঁর দিকে তাকিয়ে আছেন অনেকেই। রড্রিগো, এন্ডরিক, রাফিনহার মতো তারকারাও সেরাটা দেবেন, টিমকে টানবেন, এমনই আশা করা হচ্ছে।