Lionel Messi Breaking: যুবভারতীতে বিশৃঙ্খলা, মাঠে উড়ে গেল জলের বোতল! নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন মেসি!
LM10: যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা। মাঠে মেসিকে ঘিরে ছিল ৭০-৮০ জনের একটা দল। কিন্তু সাধারণ মানুষ হাজার হাজার টাকা খরচ করে টিকিট কাটলেও মাঠে মেসিকে ভাল করে দেখতে পাননি তাঁরা। সেই কারণেই মাঠের বাইরে মেসি ভক্তদের ক্ষোভের বিস্ফোরণ। দর্শকাসন থেকে মাঠে ছোঁড়া হল জলের বোতল। নির্ধারিত সময়ের আগেই যুবভারতী ছাড়লেন মেসি!

ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা। আর সেই কলকাতাতেই মেসির অনুষ্ঠানে অনভিপ্রেত ঘটনা। জানা গিয়েছে যুবভারতীতে তাঁর এই অনুষ্ঠানে বিশৃঙ্খলা। আর সেই কারণেই নির্ধারিত সময়ের আগেই যুবভারতী ছাড়লেন মেসি! এমনকি মেসিকে যে সংবর্ধনা দেওয়ার কথা ছিল, তাঁকে সেই সংবর্ধনা দেওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যান মেসি। সময়সূচি অনুযায়ী যে সময় মেসির যুবভারতী থেকে বেরনোর কথা ছিল তার অনেক আগেই লুই সুয়ারেজ, রড্রিগো ডি’পল সহ বেরিয়ে যান আর্জেন্টাইন বিশ্বকাপার।
মেসি মাঠ থেকে বেরিয়ে যাওয়ায় ‘ভগবান’ দর্শন থেকে বঞ্চিত হলেন হাজার হাজার ‘ভক্ত’। আর মেসিকে দেখতে না পেয়ে একটা ক্ষোভ তৈরি হয় যুবভারতীর দর্শকদের মধ্যে। ছেঁড়া হয় ফ্লেক্স, ব্যানার। জানা গিয়েছে দর্শকাসন থেকে মাঠে ছোঁড়া হল জলের বোতল। কিন্তু কেন এমন হল?
জানা গিয়েছে, যুবভারতীতে মেসিকে দেখার জন্য লাগানো হয়েছিলও ৩টে জায়ান্ট স্ক্রিন। আর মাঠে মেসিকে ঘিরে ছিল ৭০-৮০ জনের একটা দল। কিন্তু সাধারণ মানুষ হাজার হাজার টাকা খরচ করে টিকিট কাটলেও মাঠে মেসিকে ভাল করে দেখতে পাননি তাঁরা। আর সেই কারণেই একটা ক্ষোভ দানা বাঁধতে শুরু করে।
মাঠের বাইরে দর্শকদের ক্ষোভ। তাঁদের টুকরো টুকরো কথাও শোনা যাচ্ছে। “আমরা কিচ্ছু দেখতে পাইনি। অলমোস্ট ১০ হাজার টাকার টিকিট। শুধু মন্ত্রীরাই ওখানে ঘুরে বেড়াচ্ছে”, ক্ষোভ উগরে দিলেন এক দর্শক। গ্যালারির গেট ভাঙার চেষ্টাও করেন দর্শকরা। এখানে একটা প্রশ্নও উঠছে। যে খেলার মাঠে জলের বোতল নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে কীভাবে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা, সেই প্রশ্নও রয়েছে।
