১০ নম্বর জার্সির ‘অবসর’ চান জুনিয়র মারাদোনা
১০ নম্বর (no.10) জার্সির অবসর চাইছেন মারাদোনার ছেলে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে কে দেওয়া ইন্টারভিউতে সেই কথাই জানালেন মারাদোনা (Maradona) জুনিয়র।
TV9 বাংলা ডিজিটাল – ফুটবল বিশ্বে দশ নম্বর (no.10) জার্সির সমার্থক দিয়েগো আর্মান্দো মারাদোনা (Maradona)। এবার সেই ১০ নম্বর জার্সির অবসর চাইছেন মারাদোনার ছেলে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে কে দেওয়া ইন্টারভিউতে সেই কথাই জানালেন মারাদোনা জুনিয়র। বার্সেলোনা সহ যেসব ক্লাবে মারাদোনা খেলেছেন সেই সব ক্লাবের উচিত, মারাদোনাকে সম্মান জানিয়ে ১০ নম্বর জার্সি অবসরে পাঠানো। এমনই প্রস্তাব দিচ্ছেন মারাদোনার ছেলে দিয়েগো সিনাগরা। ২৫ নভেম্বর মারাদোনার মৃত্যুর পর এমনই দাবি করেছিলেন সেভিয়ার কোচ আন্দ্রে ভিলাস বোয়াস। তাঁর কথার সুত্র ধরেই এই প্রস্তাব মারাদোনার ছেলের।
Maradona’s eldest son would like to see the No. 10 shirt retired at every club his father played for. pic.twitter.com/rMrHbgYkpQ
— ESPN FC (@ESPNFC) December 2, 2020
মারাদোনা তাঁর কেরিয়ারে একাধিক ক্লাবে খেলেছেন, যার মধ্যে অন্যতম, বোকা জুনিয়র, নাপোলি, বার্সেলোনা (Barcelona)। ২০০০ সালে মারাদোনাকে সম্মান জানিয়ে ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠায় নাপোলি। বছর দুয়েকের মধ্যে একই ভাবনা নিয়ে এগোচ্ছিল আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন। কিন্তু ফিফার আপত্তিতে সেটা সম্ভব হয়নি।
আরও পড়ুন – মারাদোনাকে সম্মান জানিয়ে জরিমানা মেসির
বর্তমানে বার্সেলোনা ও অর্জেন্তিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি পরেন মেসি (Messi)। মারাদোনার ছেলের প্রস্তাবে সবাই রাজি হলে ১০ নম্বর জার্সি ছেড়তে হবে মেসিকে। যদিও এই দাবির প্রেক্ষিতে এখনও কোনও ক্লাবের মন্তব্য পাওয়া যায়নি। বর্তমানে মেসি ছাড়াও মারাদোনার খেলা ক্লাব গুলির মধ্যে, ১০ নম্বর জার্সি পরেন, ইভান ব়্যাকিটিচ (সেভিয়া), কার্লোস তেভেজ (বোকা জুনিয়র), মাউরো ফরমিকা (নিউ ওয়েলস ওল্ড বয়েজ)।