ভারতীয় বোর্ডকে খোলা চিঠি ক্রিকেট অস্ট্রেলিয়ার
বিসিসিআইকে ধন্যবাদ ক্রিকেট অস্ট্রেলিয়ার। এই সফরের সঙ্গে যারা জড়িয়ে ছিলেন, খোলা চিঠিতে তাঁদেরও ধন্যবাদ জানিয়েছে সিএ।
ব্রিসবেন: অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস লিখে ফেলেছে ভারতীয় দল। গাব্বায় সিরিজ জিতে অজিদের ক্রিকেটীয় দম্ভ মাটিতে মিশিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। সব সহ্য করে এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (BCCI) চিঠি ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia)। তবে এতে কোনও রাগ বা অভিযোগ নেই। আছে অনেক অনেক ধন্যবাদ।
আরও পড়ুন: ম্যাচ শেষে গাব্বায় শাস্ত্রীয় স্যালুট
করোনার আবহে যখন এক দেশে থেকে আরেক দেশে যাতায়াত প্রশ্নের মুখে, তখন নয় সপ্তাহ অস্ট্রেলিয়ায় থেকে ভারতীয় দল সিরিজ শেষ করল। তাই বিসিসিআইকে ধন্যবাদ ক্রিকেট অস্ট্রেলিয়ার। এই সফরের সঙ্গে যারা জড়িয়ে ছিলেন, খোলা চিঠিতে ধন্যবাদ জানিয়েছে সিএ।
An open letter to our friends in Indian Cricket, and to everyone who played their part to help deliver this memorable series! ?? @BCCI pic.twitter.com/rk4cluCjEz
— Cricket Australia (@CricketAus) January 20, 2021
দলের কোয়ারেন্টিন পর্ব নিয়ে দুই দেশের বোর্ডের মধ্যে একটা ঠাণ্ডা লড়াই হয়েছে। সিরিজ শেষ তাই সব লড়াই শেষ। ভারতীয় ক্রিকেটাররা যখন বর্ণ বিদ্বেষের শিকার হয়েছেন তখনও টিম ইন্ডিয়ার কাছে ক্ষমা চেয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে তারা। ভারতীয় দল অস্ট্রেলিয়া ছাড়ার পর এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাও দেখার। তবে ঘরের মাঠে সফল ভাবে ভারতের বিরুদ্ধে সিরিজ আয়োজন করে সাফল্যের হাসি ক্রিকেট অস্ট্রেলিয়ার।