INDW vs BANW: বাংলাদেশের বিরুদ্ধে বিশাল জয়ে সিরিজ শুরু ভারতের

India vs Bangladesh, Women's Cricket: বাঁ হাতি স্পিনার অনুষা বারেড্ডি এবং অফস্পিনার মিন্নু মনির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল।

INDW vs BANW: বাংলাদেশের বিরুদ্ধে বিশাল জয়ে সিরিজ শুরু ভারতের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 5:22 PM

বাংলাদেশ সফরে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করল ভারত। সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত। প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বিশাল জয়। এই সফরে স্কোয়াডে একঝাঁক নতুন মুখ। এর মধ্যে বাঁ হাতি স্পিনার অনুষা বারেড্ডি এবং অফস্পিনার মিন্নু মনির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বছর বেশ কিছু কঠিন সিরিজ রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে। সে কারণেই বাংলাদেশ সফরে একঝাঁক নতুন প্লেয়ারকে নেওয়া হয়েছে। প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৪ রান করে বাংলাদেশ। স্বর্ণা আখতার সর্বাধিক ২৮ রান করেন। অভিষেক ম্যাচে নামা অফস্পিনার মিন্নু মনি ৩ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেন। আর এক অভিষেককারী অনুষা উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৪ রান দেন।

বোর্ডে মাত্র ১১৫ রানের লক্ষ্য। শেফালি ভার্মা-স্মৃতির কাছে সুযোগ ছিল আরও বড় জয় এনে দেওয়ার। তৃতীয় বলেই ফেরেন শেফালি। তিনে নামা জেমাইমা রডরিগজ ১১ রানে ফেরেন। স্মৃতি মন্ধানা ৩৪ বলে ৩৮ রান। অধিনায়ক হরমনপ্রীত কৌর অপরাজিত অর্ধশতরানে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। ৩৫ বলে ৫৪ রান করে হরমন। তৃতীয় উইকেটে স্মৃতির সঙ্গে তাঁর ৭০ রানের জুটিই দ্রুত জয় নিশ্চিত করে। ১৬.২ ওভারেই লক্ষ্যে পৌঁছয় ভারত।