India vs West Indies: রবিবাসরীয় সন্ধ্যায় সুপারহিট ক্রিকেটের নন্দনকানন
রোহিত, ঈশানরা তো আছেনই। তাঁদের জন্যই গলা ফাটাল ২৫ হাজারের ইডেন। বৃষ্টির ভ্রুকুটি থাকলেও, নির্দ্বিধায় চলল ইডেনে সিরিজের শেষ টি-২০।
কলকাতা: আড়াই থেকে পঁচিশ হাজার। জমজমাট ক্রিকেটের নন্দনকানন। শেষ ম্যাচের জন্য দর্শক প্রবেশে কিছুটা ছাড় দিয়েছিল বোর্ড। সমস্ত সদস্যদের জন্য টিকিটের ব্যবস্থা করে সিএবি (CAB)। বহুদিন বাদে ইডেন (Eden Gardens) জুড়ে সেই চেনা ছবি। স্টেডিয়ামের বাইরে তেরঙ্গা, রং, জার্সি। সব পথ গিয়ে মিশেছে ইডেনে। বিরাট কোহলি, পন্থ নেই। তাতেও ক্রিকেট উৎসুক জনতার কুছ পরোয়া নেহি। রোহিত, ঈশানরা তো আছেনই। তাঁদের জন্যই গলা ফাটাল ২৫ হাজারের ইডেন। বৃষ্টির ভ্রুকুটি থাকলেও, নির্দ্বিধায় চলল ইডেনে সিরিজের শেষ টি-২০ (T20)।
Innings Break!
A 37-ball 91-run stand between @surya_14kumar (65) and Venkatesh Iyer 35* powers #TeamIndia to 184/5. ? ?
Over to our bowlers now. ? ? #INDvWI | @Paytm Scorecard ▶️ https://t.co/2nbPwMZwOW pic.twitter.com/1QbTNAk0V5
— BCCI (@BCCI) February 20, 2022
গত দুটো টি-টোয়েন্টিতে বিরাটের জন্য গলা ফাটিয়েছিল ইডেন। বিরাট না থাকলেও সূর্যকুমার যাদবের জন্যই উজ্জ্বল হয়ে থাকল ইডেনের গ্যালারি। রবিবাসরীয় সন্ধ্যায় সমস্ত স্বাদ চেটেপুটে নিল শহরের ক্রিকেটপ্রেমীরা। দেখা গেল সেই চেনা মেক্সিকান ওয়েভও। সমস্ত গ্যালারির আপার টিয়ারে বসেই সিরিজের শেষ ম্যাচ উপভোগ করলেন দর্শকরা।
FIFTY!
A brilliant half-century from @surya_14kumar. This is his 4th in T20Is.
Live – https://t.co/e1c4fOY0JR #INDvWI @Paytm pic.twitter.com/hJmGkmIt5O
— BCCI (@BCCI) February 20, 2022
সামনে আর কোনও ম্যাচ নেই ইডেনে। আইপিএলও এবার মহারাষ্ট্রে। প্লেঅফ আমেদাবাদে। তাই ইডেনে রোহিতদের খেলাটা মিস করতে চায়নি ক্রিকেটপ্রেমীরা। সব মিলিয়ে শেষ দিনে সুপার ডুপার হিট ক্রিকেটের নন্দনকানন।