BAN vs ENG: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশ করলেন সাকিবরা

Rajib Khan | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 14, 2023 | 8:19 PM

Bangladesh vs England: এত বড় রান তাড়া করার জন্য় ভালো শুরুর প্রয়োজন ছিল ইংল্যান্ডের। ইনিংসের তৃতীয় বলেই ফিল সল্টের উইকেট হারায় ইংল্য়ান্ড। ডেভিড মালান-জস বাটলার জুটি ৭৬ বলে ৯৫ রান যোগ করে তারা। দ্বিতীয় উইকেটে এই জুটির পরও বাংলাদেশ জিততে পারে, এমনটা যেন প্রত্য়াশা ছিল না।

BAN vs ENG: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশ করলেন সাকিবরা
Image Credit source: AFP

Follow Us

মীরপুর : ঘরের মাঠে জয়ের ধারা অব্যহত রাখল বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্য়ান্ড। তবে বাংলাদেশের মাটিতে পারফর্ম করা সহজ নয়। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্য়ান্ডও পারল না। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতেও হেরে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্য়ান্ড এ বার বাংলাওয়াশও হল। প্রথম দু-ম্যাচ হেরে সিরিজ আগেই খুঁইয়েছিল ইংল্যান্ড। প্রথম বার ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাসও গড়ল বাংলাদেশ। মীরপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্য়ান্ডকে ১৬ রানে হারায় বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে বড় ভূমিকা নিলেন লিটন দাস। মিডল অর্ডারে নাজমুল হাসান শান্ত দারুণ ইনিংস খেলেন। বোলারদের সম্মিলিত পারফরম্য়ান্স বাংলাদেশকে অনবদ্য জয় উপহার দেয়। বিস্তারিত TV9Bangla-য়।

টসে জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন ইংল্য়ান্ড অধিনায়ক জস বাটলার। তাদের পরিকল্পনা সফল হল না। মীরপুরের মন্থর পিচে প্রথম ব্য়াট করে মাত্র ২ উইকেট হারিয়ে ১৫৮ রানের স্কোর গড়ে বাংলাদেশ। এই পিচে অনেকটাই বড় স্কোর। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার অনবদ্য শুরু করেন। লেগ স্পিনার আদিল রশিদের বোলিংয়ে কট অ্যান্ড বোল্ড হন রনি। ২২ বলে ২৪ রানে ইনিংস অ্যাঙ্কর করছিলেন। উল্টোদিক থেকে বিধ্বংসী মেজাজে ব্য়াট করেন লিটন দাস। রনি আউট হতে পরিস্থিতি সামাল দেন নাজমুল হাসান শান্ত। দ্বিতীয় উইকেটে মাত্র ৫৮ বলে ৮৪ রান যোগ করেন লিটন ও শান্ত। এই জুটিই ম্য়াচের রং বদলে দেয়। লিটন দাস ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। শান্ত ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন।

এত বড় রান তাড়া করার জন্য় ভালো শুরুর প্রয়োজন ছিল ইংল্যান্ডের। ইনিংসের তৃতীয় বলেই ফিল সল্টের উইকেট হারায় ইংল্য়ান্ড। ডেভিড মালান-জস বাটলার জুটি ৭৬ বলে ৯৫ রান যোগ করে তারা। দ্বিতীয় উইকেটে এই জুটির পরও বাংলাদেশ জিততে পারে, এমনটা যেন প্রত্য়াশা ছিল না। মালানকে ফিরিয়ে জুটি ভাঙেন বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ৪৭ বলে ৫৩ রান করেন মালান। এই জুটি ভাঙার পর আরও অস্বস্তি বাড়ে অধিনায়ক জস বাটলারের রান আউটে। ৩১ বলে ৪০ রান করেন তিনি। বাটলারও ফিরতেই খেই হারায় ইংল্য়ান্ড। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৪২ রানে থামে ইংল্য়ান্ড ইনিংস। তাসকিন আহমেদ ২ উইকেট নেন। ম্য়াচের সেরা হয়েছেন লিটন দাস।

Next Article