Abhimanyu Easwaran: দলীপের শুরুতে রিঙ্কু সিংদের বিরুদ্ধে নামছে অভিমন্যু ঈশ্বরণের ইস্ট জোন
Duleep Trophy 2023: গত বারের দলীপ ট্রফি চ্যাম্পিয়ন ওয়েস্ট জোন এবং রানার্স সাউথ জোন সরাসরি সেমিফাইনালে খেলবে। ১২ জুলাই থেকে ফাইনাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
বেঙ্গালুরু: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হয়ে গিয়েছে অ্যাসেজ সিরিজ দিয়ে। গত দু-বারই ফাইনালে উঠেছিল ভারত। যদিও দু-বারই রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। তার আগে দলীপ ট্রফিতে তরুণ ক্রিকেটারদের দেখে নেওয়া হবে। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর থেকেই ভারতীয় দলে নানা বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তরুণ ক্রিকেটারদের কাছে তাই দলীপ ট্রফিই পাখির চোখ। এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে পারলে, ওয়েস্ট ইন্ডিজের টিকিটও মিলতে পারে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এ মাসের ২৮ তারিখ শুরু হচ্ছে দলীপ ট্রফি। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন ইস্ট জোন প্রথম ম্যাচে খেলবে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের এই ব্যাটার রয়েছেন সেন্ট্রাল জোন টিমে। বেঙ্গালুরুতে ইস্ট জোন বনাম সেন্ট্রাল জোন এবং নর্থ জোন বনাম নর্থ-ইস্ট জোন ম্যাচ দুটি হবে। ইস্ট জোন বনাম সেন্ট্রাল জোন ম্যাচে নজর থাকবে পেসার মুকেশ কুমারের দিকে। ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের স্ট্যান্ড বাই স্কোয়াডে ছিলেন বাংলার পেসার। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে মূলস্কোয়াডে সুযোগ পেতে পারেন মুকেশ।
অভিমন্যু, রিঙ্কুরা খেলবেন বেঙ্গালুরু শহর থেকে দূরে আলুর ক্রিকেট গ্রাউন্ডে। নর্থ জোন বনাম নর্থ-ইস্ট জোনের ম্যাচটি হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। এই দুটি ম্যাচকে কোয়ার্টার ফাইনাল হিসেবেও ধরা যায়। গত বারের দলীপ ট্রফি চ্যাম্পিয়ন ওয়েস্ট জোন এবং রানার্স সাউথ জোন সরাসরি সেমিফাইনালে খেলবে। ১২ জুলাই থেকে ফাইনাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।