AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Sharma: ১২ বলে ৫০, ৩২ বলে সেঞ্চুরি! বাংলার বিরুদ্ধে দুরন্ত ইনিংস ক্যাপ্টেন অভিষেক শর্মার

হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে পঞ্জাব-বাংলার (Punjab vs Bengal) ম্যাচ। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের এই ম্যাচে দুর্ধর্ষ সেঞ্চুরি করেছেন পঞ্জাবের অধিনায়ক অভিষেক শর্মা। তিনি দেশের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের এক রেকর্ডে থাবাও বসিয়েছেন।

Abhishek Sharma: ১২ বলে ৫০, ৩২ বলে সেঞ্চুরি! বাংলার বিরুদ্ধে দুরন্ত ইনিংস ক্যাপ্টেন অভিষেক শর্মার
১২ বলে ৫০, ৩২ বলে সেঞ্চুরি! বাংলার বিরুদ্ধে দুরন্ত ইনিংস ক্যাপ্টেন অভিষেক শর্মারImage Credit: X
| Updated on: Nov 30, 2025 | 11:08 AM
Share

কলকাতা: এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma)। এই ফর্ম্যাটে তিনি সব সময় ঝড় তোলার জন্য তৈরি থাকেন। সত্যিই তিনি যে আইসিসি টি-২০ ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ের সিংহাসনে থাকার যোগ্য, তা বার বার প্রমাণ করেন। হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে পঞ্জাব-বাংলার (Punjab vs Bengal) ম্যাচ। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের এই ম্যাচে দুর্ধর্ষ সেঞ্চুরি করেছেন পঞ্জাবের অধিনায়ক অভিষেক শর্মা। তিনি দেশের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের এক রেকর্ডে থাবাও বসিয়েছেন।

যুবির রেকর্ড স্পর্শ করলেন অভিষেক

টি-২০ ক্রিকেটে এমন কিছু হয়ত এই মুহূর্তে নেই, যা অভিষেক শর্মা করতে পারেন না। বাংলার বিরুদ্ধে মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন অভিষেক। ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ বলে ছয় ছক্কা মারার ম্যাচে যুবরাজ ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। আর আজ, হায়দরাবাদে সেই কীর্তি স্পর্শ করলেন অভিষেক। তাঁকে বল করতে গিয়ে কার্যত নাকানিচোবানি খেয়েছেন বাংলার বোলাররা।

৩২ বলে সেঞ্চুরি অভিষেকের

বাংলার বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে অভিষেক ক্রিজে ছিলেন ১৭.১ ওভার অবধি। ১২ বলে হাফসেঞ্চুরি করার পর অভিষেক ৩২ বলে পৌঁছে যান তিন অঙ্কের রানে। শেষ অবধি পঞ্জাবের অধিনায়ক ৫২ বলে ১৪৮ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ১৬টি ছয়। স্ট্রাইকরেট ২৮৪.৬২। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ৩১০ রান তোলে পঞ্জাব। জিততে হলে ২০ ওভারে বাংলাকে তুলতে হবে ৩১১ রান।

অভিষেকের সামনে এ বার শুধু বিরাট

টি-২০ ক্রিকেটে ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকার শীর্ষে বিরাট কোহলি। তিনি ৩৯৭টি ইনিংসে ৯টি সেঞ্চুরি করেছিলেন। তা ছাপিয়ে যেতে অভিষেক কতটা সময় নেন, সেটাই দেখার। কারণ ইতিমধ্যেই টি-২০-তে ১৫৭টি ইনিংসে অভিষেক ৮টি সেঞ্চুরি করেছেন। তিনি স্পর্শ করেছেন রোহিত শর্মাকে। হিটম্যান ৪৫০টি টি-২০ ইনিংসে ৮টি সেঞ্চুরি করেছেন।