India vs Bangladesh: এশিয়া সেরার লড়াইয়ে ভারত, কোথায়-কখন-যেভাবে দেখবেন ম্যাচ

ACC Men’s U19 Asia Cup 2024 Final: গত কয়েক বছরে এরপরই জায়গা করে নিয়েছে ভারত-বাংলাদেশ লড়াই। সেটা সিনিয়র দলের খেলাই হোক আর যুব দলের। রাত পোহালেই অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ফাইনাল। ট্রফির ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ। কী পরিস্থিতি দু-দলের? কোথায়ই বা দেখবেন ম্যাচ।

India vs Bangladesh: এশিয়া সেরার লড়াইয়ে ভারত, কোথায়-কখন-যেভাবে দেখবেন ম্যাচ
Image Credit source: ACC
Follow Us:
| Updated on: Dec 07, 2024 | 11:36 PM

ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। যে কোনও টুর্নামেন্টেই মুখোমুখি হোক, সেই ম্যাচের রেশই থাকে আলাদা। এমনকি বয়সভিত্তিক স্তরেও হাইভোল্টেজ পরিস্থিতি তৈরি হয়। গত কয়েক বছরে এরপরই জায়গা করে নিয়েছে ভারত-বাংলাদেশ লড়াই। সেটা সিনিয়র দলের খেলাই হোক আর যুব দলের। রাত পোহালেই অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ফাইনাল। ট্রফির ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ। হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষা। কী পরিস্থিতি দু-দলের? কোথায়ই বা দেখবেন ম্যাচ।

যুব স্তরে কোনও দলকে শক্তিশালী, দুর্বল বলা যায় না। এমনকি পরিসংখ্যানও বলছে, ভারত ও বাংলাদেশ যুব স্তরে গত পাঁচ সাক্ষাৎকারে স্কোর লাইন ভারতের পক্ষে ৩-২। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি এবং ভারতের প্রতি তাদের মানসিকতা, তাতে এই ম্যাচ আরও হাইভোল্টেজ হতে চলেছে। দু-দলই মরিয়া লড়াই করবে ট্রফি জিততে।

এ বারের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের শুরুটা অবশ্য ভালো হয়নি। তবে দ্রুতই ঘুরে দাঁড়িয়েছিল। জয়ের হ্যাটট্রিকে ফাইনালে জায়গা করে নিয়েছে। শুরুটা যেমনই হোক, শেষটা ভালো করাই লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণে ভারতীয় শিবিরে ব্যাটিংয়ে মূলত নজর থাকবে আয়ুষ মাহত্রের দিকে। টুর্নামেন্টে ধারাবাহিতকা দেখিয়েছেন এই ওপেনার। আর এক ওপেনার বৈভব সূর্যবংশী শুরুর দিকে হতাশ করলেও গ্রুপের শেষ এবং সেমিফাইনাল ম্যাচে অনবদ্য খেলেছেন। ক্যাপ্টেন আমানও ফর্মে।

ভারতীয় শিবিরে বোলিংয়ে তেমনই বলতে হয় দুই পেসার সামর্থ এবং যুধাজিৎ গুহর কথা। পরের দিকে ভালো করেছেন চেতন শর্মাও। পার্টটাইম স্পিনার হার্দিক রাজও নজর কেড়েছেন। এখন ফাইনালের মঞ্চে নিজেদের মেলে ধরার পালা। বাংলাদেশ শিবিরে তেমনই নজর থাকবে ব্যাটার মহম্মদ শিবাব জেমস ও বোলার ইকবাল হোসেন ইমনের দিকে।

ভারত বনাম বাংলাদেশ, সকাল ১০.৩০, সোনি স্পোর্টসে সম্প্রচার