Bengal Pro T20: থ্রিলার জিতল হাওড়া, কপাল খুলল অভিষেক পোড়েলের টিমের! সেমিতে টাইগার্স…

Jun 24, 2024 | 6:36 PM

CAB Bengal Pro T20 League: বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে হাইস্কোরিং এবং রুদ্ধশ্বাস ম্যাচ দেখল ইডেন গার্ডেন্স। টুর্নামেন্টে এখনও অবধি সবচেয়ে আকর্ষণীয় ম্যাচও বলা যায়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রাচী রাঢ় টাইগার্স। হাওড়া ওয়ারিয়র্স বিধ্বংসী ব্যাটিং করে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২১৫ রান করে হাওড়া। 

Bengal Pro T20: থ্রিলার জিতল হাওড়া, কপাল খুলল অভিষেক পোড়েলের টিমের! সেমিতে টাইগার্স...
Image Credit source: FACEBOOK

Follow Us

উদ্বোধনী বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ চার সেমিফাইনালিস্ট পেয়ে গেল। প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল স্ম্যাশার্স মালদা। এরপর ঋদ্ধিমান সাহার রাশমি মেদিনীপুর উইজার্ডসও সেমিফাইনাল নিশ্চিত করে। তৃতীয় দল হিসেবে শেষ চারে গিয়েছিল মুর্শিদাবাদ কিংস। চতুর্থ দল কে হবে, এই নিয়ে ছিল জটিল অঙ্ক। এ দিন ইডেনে মুখোমুখি হয়েছিল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ও শ্রাচী রাঢ় টাইগার্স। যদিও রুদ্ধশ্বাস ম্যাচ জিতেও লাভ হল না হাওড়া ওয়ারিয়র্সের। তাদের জয়ে সেমিফাইনালে পৌঁছে গেল অভিষেক পোড়েলের নেতৃত্বাধীন লাক্স শ্যাম কলকাতা টাইগার্স।

বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে হাইস্কোরিং এবং রুদ্ধশ্বাস ম্যাচ দেখল ইডেন গার্ডেন্স। টুর্নামেন্টে এখনও অবধি সবচেয়ে আকর্ষণীয় ম্যাচও বলা যায়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রাচী রাঢ় টাইগার্স। হাওড়া ওয়ারিয়র্স বিধ্বংসী ব্যাটিং করে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২১৫ রান করে হাওড়া। পঙ্কজ শ ৩৩ বলে ৫৫, সক্ষম চৌধুরী ৩৮ বলে ৫৪ এবং অভিষেক দাস মাত্র ২১ বলে ৪৭ রান করেন। সেমিফাইনালে জায়গা করে নিতে হলে প্রতিপক্ষকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে হত হাওড়াকে।

রান তাড়ায় অনবদ্য খেলে রাঢ় টাইগার্সও। জয়ের দরজায় পৌঁছে গিয়েছিল তারা। শেষ অবধি ১ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। যদিও তাদের সেমিফাইনালে ওঠার লক্ষ্য পূরণ হয়নি। হাওড়া ওয়ারিয়র্সের ঝুলিতে ৭ ম্যাচে ৮ পয়েন্ট। অভিষেক পোড়েলের নেতৃত্বাধীন কলকাতা টাইগার্সেরও একই পয়েন্ট। দু-দলের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে রয়েছে কলকাতা টাইগার্স। আর সেই ভিত্তিতেই অনুষ্টুপ মজুমদারের নেতৃত্বাধীন হাওড়াকে ছাপিয়ে সেমিফাইনালে জায়গা করে নিলেন অভিষেক পোড়েলরা।

Next Article