T20 World Cup 2021: নামিবিয়াকে হারিয়ে শেষ চারের আশা জিইয়ে রাখল আফগানরা

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। হজরতুল্লাহ জাজাই-মহম্মদ শাহজাদ ওপেনিং জুটিতেই ওঠে ৫৩ রান। ২৭ বলে ৩৩ করেন জাজাই। ৩৩ বলে ৪৫ রানে আউট হন শাহজাদ। অসঘর আফগান করেন ২৩ বলে ৩১ রান। কেরিয়ারের শেষ ম্যাচেও ভালো ব্যাটিং করলেন আফগান। অধিনায়ক মহম্মদ নবি ১৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।

T20 World Cup 2021: নামিবিয়াকে হারিয়ে শেষ চারের আশা জিইয়ে রাখল আফগানরা
আফগানিস্তানের জয়। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2021 | 7:39 PM

আবু ধাবি: বিশ্বকাপের সুপার টুয়েলভে দ্বিতীয় জয় আফগানিস্তানের (Afghanistan)। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছিলেন রাশিদ খানরা (Rashid Khan)। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েও হারতে হয় নবিদের। কিন্তু নামিবিয়ার বিরুদ্ধে ফের দাপট দেখালেন শাহজাদ-জাজাইরা। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই নামিবিয়াকে কার্যত দাঁড়াতেই দিল না আফগানরা।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। হজরতুল্লাহ জাজাই-মহম্মদ শাহজাদ ওপেনিং জুটিতেই ওঠে ৫৩ রান। ২৭ বলে ৩৩ করেন জাজাই। ৩৩ বলে ৪৫ রানে আউট হন শাহজাদ। অসঘর আফগান করেন ২৩ বলে ৩১ রান। কেরিয়ারের শেষ ম্যাচেও ভালো ব্যাটিং করলেন আফগান। অধিনায়ক মহম্মদ নবি ১৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। ইনিংসে সাজানো ৫টা চার আর ১টা ছয়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬০ রান করে আফগানিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নামিবিয়া। প্রথম ওভারেই ওপেনার ক্রেগ উইলিয়ামসকে আউট করেন নবীন উল হক। ডেভিড উইস ছাড়া কোনও ক্রিকেটারই কুড়ির ওপর রান করতে পারেননি। ২৬ রান করেন উইস। ৯৮ রানেই থেমে যায় নামিবিয়ার ইনিংস। ৩টে করে উইকেট নেন নবীন উল হক আর হামিদ হাসান। ২টো উইকেট সংগ্রহ করেন গুলবাদিন নায়েব। ১টি উইকেট নেন রাশিদ খান। ৬২ রানে নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল আফগানিস্তান। ভারত আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটো ম্যাচ খেলবেন রাশিদ খানরা। ওই দুটো ম্যাচে অঘটন ঘটালেই বিশ্বকাপের শেষ চার নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তানের।

আরও পড়ুন: T20 World Cup 2021: বিশ্বকাপের মাঝেই অবসর আফগানের