
পুণে: অঘটন নয়, তবে আরও একটা স্মরণীয় জয়। আফগানিস্তানের অনবদ্য পারফরম্যান্সে জমে উঠেছে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। আজ বিশ্বকাপের ৩০ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান (Afghanistan) ও শ্রীলঙ্কা (Sri Lanka)। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। পাকিস্তানের পর শ্রীলঙ্কাকেও হেলায় হারাল আফগানিস্তান। এর আগের দুটি বিশ্বকাপে সর্বসাকুল্যে দুটি ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিল আফগানিস্তান। এ বার টানা দুটি জয়, সব মিলিয়ে তিনটি। সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই রইল আফগানিস্তান। জানতে নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
সেমিফাইনালের স্বপ্ন অটুঁট আফগানিস্তানের। এই বিশ্বকাপে তৃতীয় জয়। গত দুটি বিশ্বকাপে সব মিলিয়ে জয় ছিল মাত্র দুটি! বিস্তারিত পড়ুন: জয়ের ‘অভ্যেস’, সেমির স্বপ্ন জিইয়ে রাখল আফগানিস্তান
কাসুন রজিথার বোলিংয়ে ব্যক্তিগত ৬২ রানে ক্য়াচ ফসকায়। পরের বলেই ফের ক্য়াচ ওঠে। দিমুথ করুণারত্নের ক্যাচে ফিরলেন হরমত শাহ। তৃতীয় উইকেট হারাল আফগানিস্তান।
গত ম্যাচে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। এ দিনও দুর্দান্ত ব্যাট করছিলেন ইব্রাহিম জাদরান। যদিও বাউন্সারে খেই হারালেন। থার্ডম্যানে সহজ ক্যাচ। বাঁ হাতি পেসার দিলশান মধুশঙ্কার সৌজন্যেই শ্রীলঙ্কার দ্বিতীয় সাফল্য।
প্রথম পাওয়ার প্লে-তে মাত্র ১ উইকেট হারিয়েছে আফগানিস্তান। লক্ষ্য ২৪২ রান। আরও একটা স্মরণীয় জয়ের মঞ্চ প্রস্তুত আফগানিস্তানের। দ্বিতীয় পাওয়ার প্লে থেকে খেই হারিয়েছিল শ্রীলঙ্কা। ফলে আফগানিস্তান ব্যাটিংয়ের পরীক্ষা যেন এখান থেকেই শুরু হল।
শুরুতেই উইকেট হারাল আফগানিস্তান। ফিরলেন গুরবাজ।
২৪১ রানে অলআউট শ্রীলঙ্কা।
ষষ্ঠ উইকেট হারাল শ্রীলঙ্কা। ফিরলেন আশালঙ্কা।
মেন্ডিসের পর এ বার ফিরলেন সাদিরা সমরবিক্রম।
তিন উইকেট হারাল লঙ্কানরা। ফিরলেন কুশল মেন্ডিস।
প্রথম উইকেটের দেখা পেল আফগানরা। দিমুথকে ফেরালেন ফারুকি।
লঙ্কানদের হয়ে ওপেনিংয়ে পাথুম নিশঙ্কা ও দিমুথ করুনারত্নে।
টস জিতে লঙ্কানদের ব্য়াটিংয়ে পাঠালেন আফগান অধিনায়ক হসমাতুল্লাহ শাহিদি।