AFG vs SL, ICC World Cup 2023 Live Score: বিশ্বকাপে আরও একটা স্মরণীয় জয় আফগানিস্তানের

Afghanistan vs Sri Lanka, ICC world Cup 2023 Live Score Updates: পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। পয়েন্ট টেবিলের দিকে খেয়াল করলে দেখা যাবে, পাঁচ ম্যাচের দুটিতে জিতে পঞ্চম স্থানে জায়গা হয়েছে শ্রীলঙ্কার। অন্যদিকে আফগানিস্তানের অবস্থাটাও এক। পাঁচ ম্যাচের দুটিতে জয় ও তিনটিতে হার। তবে নেট রান রেটের বিচারে আফগানদের ছাপিয়ে গিয়েছে শ্রীলঙ্কা।

AFG vs SL, ICC World Cup 2023 Live Score: বিশ্বকাপে আরও একটা স্মরণীয় জয় আফগানিস্তানের
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 30, 2023 | 11:21 PM

পুণে: অঘটন নয়, তবে আরও একটা স্মরণীয় জয়। আফগানিস্তানের অনবদ্য পারফরম্যান্সে জমে উঠেছে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। আজ বিশ্বকাপের ৩০ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান (Afghanistan) ও শ্রীলঙ্কা (Sri Lanka)। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। পাকিস্তানের পর শ্রীলঙ্কাকেও হেলায় হারাল আফগানিস্তান। এর আগের দুটি বিশ্বকাপে সর্বসাকুল্যে দুটি ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিল আফগানিস্তান। এ বার টানা দুটি জয়, সব মিলিয়ে তিনটি। সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই রইল আফগানিস্তান। জানতে নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 30 Oct 2023 10:09 PM (IST)

    ICC ODI World Cup 2023: মিশন সেমিফাইনাল!

    সেমিফাইনালের স্বপ্ন অটুঁট আফগানিস্তানের। এই বিশ্বকাপে তৃতীয় জয়। গত দুটি বিশ্বকাপে সব মিলিয়ে জয় ছিল মাত্র দুটি! বিস্তারিত পড়ুন: জয়ের ‘অভ্যেস’, সেমির স্বপ্ন জিইয়ে রাখল আফগানিস্তান

  • 30 Oct 2023 08:30 PM (IST)

    ICC ODI World Cup 2023: রহমতের ক্য়াচ মিস ও আউট

    কাসুন রজিথার বোলিংয়ে ব্যক্তিগত ৬২ রানে ক্য়াচ ফসকায়। পরের বলেই ফের ক্য়াচ ওঠে। দিমুথ করুণারত্নের ক্যাচে ফিরলেন হরমত শাহ। তৃতীয় উইকেট হারাল আফগানিস্তান।

  • 30 Oct 2023 07:37 PM (IST)

    ICC ODI World Cup 2023: মধুশঙ্কার দ্বিতীয় সাফল্য, ফর্মে থাকা ইব্রাহিম আউট

    গত ম্যাচে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। এ দিনও দুর্দান্ত ব্যাট করছিলেন ইব্রাহিম জাদরান। যদিও বাউন্সারে খেই হারালেন। থার্ডম্যানে সহজ ক্যাচ। বাঁ হাতি পেসার দিলশান মধুশঙ্কার সৌজন্যেই শ্রীলঙ্কার দ্বিতীয় সাফল্য।

  • 30 Oct 2023 07:10 PM (IST)

    ICC ODI World Cup 2023: পাওয়ার প্লে সফল আফগানদের

    প্রথম পাওয়ার প্লে-তে মাত্র ১ উইকেট হারিয়েছে আফগানিস্তান। লক্ষ্য ২৪২ রান। আরও একটা স্মরণীয় জয়ের মঞ্চ প্রস্তুত আফগানিস্তানের। দ্বিতীয় পাওয়ার প্লে থেকে খেই হারিয়েছিল শ্রীলঙ্কা। ফলে আফগানিস্তান ব্যাটিংয়ের পরীক্ষা যেন এখান থেকেই শুরু হল।

  • 30 Oct 2023 06:26 PM (IST)

    ICC ODI World Cup 2023: শুরুতেই ধাক্কা

    শুরুতেই উইকেট হারাল আফগানিস্তান। ফিরলেন গুরবাজ।

  • 30 Oct 2023 05:53 PM (IST)

    ICC ODI World Cup 2023: শেষ হল শ্রীলঙ্কার ইনিংস

    ২৪১ রানে অলআউট শ্রীলঙ্কা।

  • 30 Oct 2023 04:59 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফের উইকেট

    ষষ্ঠ উইকেট হারাল শ্রীলঙ্কা। ফিরলেন আশালঙ্কা।

  • 30 Oct 2023 04:12 PM (IST)

    ICC ODI World Cup 2023:পর-পর উইকেট হারাচ্ছে শ্রীলঙ্কা

    মেন্ডিসের পর এ বার ফিরলেন সাদিরা সমরবিক্রম।

  • 30 Oct 2023 04:04 PM (IST)

    ICC ODI World Cup 2023: আউট মেন্ডিস

    তিন উইকেট হারাল লঙ্কানরা। ফিরলেন কুশল মেন্ডিস।

  • 30 Oct 2023 02:43 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফিরলেন দিমুথ

    প্রথম উইকেটের দেখা পেল আফগানরা। দিমুথকে ফেরালেন ফারুকি।

  • 30 Oct 2023 02:03 PM (IST)

    ICC ODI World Cup 2023: শুরু লঙ্কানদের ইনিংস

    লঙ্কানদের হয়ে ওপেনিংয়ে পাথুম নিশঙ্কা ও দিমুথ করুনারত্নে।

  • 30 Oct 2023 01:33 PM (IST)

    ICC ODI World Cup 2023: টস আপডেট

    টস জিতে লঙ্কানদের ব্য়াটিংয়ে পাঠালেন আফগান অধিনায়ক হসমাতুল্লাহ শাহিদি।

  • 30 Oct 2023 01:02 PM (IST)

    ICC ODI World Cup 2023: কেমন হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে আফগানদের লড়াই?