
কলকাতা: পেস বোলারের বিরুদ্ধে চমৎকার খেলেন। স্পিনের বিরুদ্ধে কেন ভেঙে পড়েন? এই প্রশ্নের উত্তর খুঁজতে নেমে পড়েছেন ক্রিকেট ভক্তরা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে উপ্পলের পিচে করেছিলেন ২৩ রান। বাঁ হাতি স্পিনার টম হার্টলি নিয়েছিলেন তাঁর উইকেট। দ্বিতীয় ইনিংসেও একই ঘটনার অ্যাকশন রিপ্লে। সেই হার্টলির বলেই রানের খাতা না খুলেই ফিরতে হয়েছে শুভমনকে (Shubman Gill)। বাঁ হাতি স্পিনারের বিরুদ্ধে পঞ্জাবি ক্রিকেটারের দুর্বলতা এর আগেও জানা ছিল। তা থেকে এখনও যে বেরোতে পারেননি, তাও দেখে ফেলল ইংল্যান্ড। তিন নম্বরে ব্যাট করতে নামা শুভমন যদি রান করতে না পারেন, তা হলে টেস্ট টিমে জায়গা ধরে রাখতে পারবেন না। ঘরের মাঠে প্রথম টেস্টে হারের ময়নাতদন্তে নেমে কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে শুভমনকেই। কুম্বলে থেকে শুরু করে জাহির খান কী বলছেন প্রিন্সকে নিয়ে?
অনিল কুম্বলের মতো পোড় খাওয়া ক্রিকেটারের স্পষ্ট মন্তব্য, ‘শুভমনকে আরও খুলে খেলতে হবে। আরও স্বাধীন হতে হবে শট নেওয়ার ক্ষেত্রে। রান ওকে করতেই হবে। স্পিন বোলিং সামলানোর জন্য ওর নিজস্ব পরিকল্পনা থাকতে হবে। ভালো পিচে যেখানে বল ব্যাটে চমৎকার আসে, সেখানে ও রান করে। কিন্তু বল যেখানে টার্ন করে, পিচ স্লো, সেখানে কিন্তু শট অনেক বেশি নিয়ন্ত্রণে রাখতে হয়। এটা নিয়ে কাজ করতে হবে ওকে। সব সময় একই ধারায় ব্যাট করা যায় না। চারদিন পর দ্বিতীয় টেস্ট শুরু। ও কি নিজের ভুল শুধরে নিতে পারবে? আমার তো মনে হয়, পুরো ব্যাপারটাই মানসিক। রাহুল দ্রাবিড়ের মতো সেরা কোচকে পাশে পাচ্ছে শুভমন।’
চেতেশ্বর পূজারা রঞ্জি ট্রফিতে ধারাবাহিক রান করলেও তাঁকে ভারতীয় টিমে ফেরানো হয়নি। সামনে তাকাতে চায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু শুভমন কি তিন নম্বর জায়গাটার জন্য় উপযুক্ত? এই প্রশ্নও কিন্তু করছেন অনেকে। জাহির খানের মতো প্রাক্তন বাঁ হাতি পেসার বলে দিচ্ছেন, ‘শুভমন ক্লাস ব্যাটার। ও কেমন ব্যাট করে, আমরা জানি। তাই ওকে শুরু থেকেই চাপ নিতে হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে যে ভাবে ব্যাট করে, সেটা দেখতে পাইনি আমরা। তাই প্রশ্ন করছেন অনেকে, তিন নম্বরে নামা ব্যাটার হিসেবে কী করছে ও? চাপটা নিয়েই ওকে খেলতে হবে। ক্রিকেটে কিন্তু সেরা প্লেয়ারই চাপ নিতে পারে। আমার মনে হয় না, এই মুহূর্তে শুভমনের টিম থেকে বাদ পড়া নিয়ে কোনও কথা ওঠাই ঠিক নয়। ও ৩ নম্বরেই ব্যাট করবে।’