TV9 বাংলা ডিজিটাল: সামনে তাকাও, ভাবো, কী ভাবে নিজেকে মেলে ধরতে পারো, এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব- টিমমেটদের এ ভাবেই তাতালেন ক্যাপ্টেন বিরাট কোহলি। তার পর, মঙ্গলবার সকালেই অস্ট্রেলিয়া ছেড়ে দেশে ফেরার বিমান ধরেছেন বিরাট। জানুয়ারির শুরুতেই বাবা হচ্ছেন বিরাট। যে কারণে অভিভাবকত্বের ছুটি নিয়েছেন। সফরের বাকি তিনটে টেস্টে খেলবেন না তিনি। এ দিন সকালে টিম হোটল ছাড়ার আগে সতীর্থদের সঙ্গে কথা বলেন। টিম মিটিংয়ে প্রত্যেককে তাতিয়েছেন বিরাট। সব ভুলে সামনে তাকাতে বলেছেন। সেই সঙ্গে সরকারি ভাবে আগামী তিনটে টেস্টের জন্য ক্যাপ্টেন্সি তুলে দিয়েছেন রাহানের হাতে।
অ্যাডিলেডে ৩৬ রানের অল আউটের কলঙ্কের পর সমালোচনার ঝড় বইছে ভারতীয় ক্রিকেট জুড়ে। বিরাটও যার হাত থেকে রেহাই পাননি। টিমের এক গুরুত্বপূর্ণ সদস্য বলেছেন, ‘আজ সকালে টিম হোটেল ছাড়ার আগে সবার সঙ্গে বৈঠক করেছে বিরাট। টিমমেটদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্যই এটা করেছে। বিরাট সতীর্থদের বলেছে, তোমরা প্রত্যেকে সেরাটা দিও। সেই সঙ্গে সরকারি ভাবে ক্যাপ্টেন্সিও তুলে দিয়েছে রাহানেকে।’
মেলবোর্ন টেস্টের পর টিমের সঙ্গে যোগ দেবেন রোহিত শর্মা। বিরাটের অবর্তমানে তরুণ ক্রিকেটারদের মোটিভেট করবেন তিনিই। যাতে তাঁরা পারফর্ম করতে পারেন। এরই মধ্যে আবার রোহিতকে নিয়েও কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। সিডনিতে করোনার প্রভাব বাড়ায় সেখান থেকে তৃতীয় টেস্ট সরানো হতে পারে। সেই সিডনিতেই কোয়ারান্টিনে আছেন রোহিত। সেখান থেকে তাঁকে মেলবোর্নে আনা হবে কিনা, তা নিয়েও জল্পনা চলছে।
আরও পড়ুন:বক্সিং ডে টেস্টের আগে ভারতকে মানসিক চাপে ফেলতে মরিয়া অজিরা
বোর্ডের এক কর্তা অবশ্য বলেছেন, ‘সিডনি থেকে ওকে নিয়ে আসার কোনও মানে হয় না। ও জৈব সুরক্ষাতে নিরাপদেই আছে। রোহিতের সঙ্গে টিম ম্যানেজমেন্ট ও বোর্ড সর্বক্ষণ যোগাযোগ রাখছে। যদি কোনও সমস্যা তৈরি হয়, যদি রোহিত মনে করে, সঙ্গে সঙ্গে সিডনি থেকে সরানো হবে ওকে।’
জাতীয় অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষায় পাস করার পর অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন রোহিত। বোর্ডের ওই কর্তা বলেছেন, ‘নিজেকে ম্যাচ ফিট রাখার জন্য কী কী করা দরকার, সেটা রোহিতকে বুঝিয়ে দিয়েছে ফিজিও। সেইগুলোই ও চালিয়ে যাচ্ছে। যাতে তৃতীয় টেস্টের জন্য ও নিজেকে তৈরি রাখতে পারে।’