AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: বরুণ আতঙ্ক কাটেনি! ওডিআই সিরিজের আগে কী বলছেন ইংল্যান্ড কোচ?

India vs England ODI Series: ইংল্যান্ড টিম ভারতে খাবি খেয়েছে এই ফরম্যাটে। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-৪ ব্যবধানে হার ইংল্য়ান্ডের। বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের ওডিআই সিরিজ।

IND vs ENG: বরুণ আতঙ্ক কাটেনি! ওডিআই সিরিজের আগে কী বলছেন ইংল্যান্ড কোচ?
Image Credit: PTI FILE
| Updated on: Feb 04, 2025 | 4:47 PM
Share

ইংল্যান্ড টেস্ট টিমের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। এরপর দুর্দান্ত পারফর্মও করেছিল। ক্রিকেট বিশ্বে সাড়া ফেলেছিল বাজ়বল। যদিও ভারতের মাটিতে সেই বাজ়বল থিয়োরি কাজ করেনি। বর্তমানে ইংল্যান্ডের সব ফরম্যাটেই কোচ ব্রেন্ডন ম্যাকালাম। টেস্টে যারা টি-টোয়েন্টির মেজাজে খেলতে অভ্যস্ত, সেই ইংল্যান্ড টিম ভারতে খাবি খেয়েছে এই ফরম্যাটে। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-৪ ব্যবধানে হার ইংল্যান্ডের। বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের ওডিআই সিরিজ।

টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ব্যাটিংকে প্রবল চাপে রেখেছিল ভারতের স্পিনাররা। বিশেষ করে বলতে হয় বরুণ চক্রবর্তীর কথা। সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন। টি-টোয়েন্টি সিরিজে ১৪ উইকেট নেওয়া বরুণ অবশ্য ওয়ান ডে-তে নেই। তবে ভারতের স্কোয়াডে চার স্পিনার রয়েছেন। রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। ওয়ান ডে সিরিজে মিডল ওভারে জাডেজা-কুলদীপের মতো স্পিনারকে সামলাতে হবে। তার আগে ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাকালাম কী বলছেন?

ম্যাকালামের কথায়, ‘আমাদের ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে ভালো খেলে। তবে টি-টোয়েন্টি সিরিজে স্পিনের বিরুদ্ধে আমরা ব্যর্থ হয়েছি। বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোইদেরও কৃতিত্ব দিতে হবে। টি-টোয়েন্টি সিরিজে স্কোরলাইনটা ৪-১। যা খুবই হতাশার। নিজেদের পরিকল্পনা নিয়ে অবশ্য পরিষ্কার ছিলাম।’ পরিকল্পনা যে টি-টোয়েন্টি সিরিজে কাজে দেয়নি সেটাও ধরা পড়েছে। ওয়ান ডে সিরিজেও আক্রমণাত্মক ক্রিকেটেরই বার্তা। এই ফরম্যাটে জো রুট থাকায় ভরসা পাচ্ছে ইংল্যান্ড শিবির।