Deepti Sharma: বুকভরা স্বপ্ন আর চোখভরা জল! বিশ্বকাপ জিতেই বোর্ডের কাছে দীপ্তি শর্মার আবেগী আবদার

IND W vs SA W, CWC Final: দীপ্তি শর্মা এই বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে নিজের জাত চিনিয়েছেন। তাঁর পরিসংখ্যানও অসাধারণ। টুর্নামেন্টে মোট ২১৫ রান করেছেন, যার মধ্যে তিনটি অর্ধশতরান আছে। আর মোট ২২টি উইকেট নিয়েছেন, যা এই বিশ্বকাপের সর্বোচ্চ।

Deepti Sharma: বুকভরা স্বপ্ন আর চোখভরা জল! বিশ্বকাপ জিতেই বোর্ডের কাছে দীপ্তি শর্মার আবেগী আবদার
বুকভরা স্বপ্ন আর চোখভরা জল! বিশ্বকাপ জিতেই বোর্ডের কাছে দীপ্তি শর্মার আবেগী আবদারImage Credit source: PTI

Nov 03, 2025 | 1:04 PM

দীর্ঘ প্রতীক্ষার পর, অবশেষে… যখন গোটা দেশ উৎসবের মেজাজে ভাসছে, ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখিয়েছেন ভারতের মেয়েরা। এই ঐতিহাসিক বিশ্বজয়ের কেন্দ্রবিন্দুতে যিনি, সেই অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma)। টুর্নামেন্টে ব্যাট-বলের জাদুতে তিনি ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন। এই সাফল্যের পর, আবেগে আপ্লুত দীপ্তি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) এক হৃদয়স্পর্শী আবদার জানিয়েছেন। মেয়েদের ক্রিকেটের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী বলেছেন দীপ্তি?

ট্রফি হাতে দীপ্তির আবেগময় বার্তা

বিশ্বকাপ ফাইনালে হাফসেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়া ভারতীয় তারকার বোর্ডের কাছে আবদার, ‘এবার আরও বেশি ম্যাচ চাই।’ দীর্ঘ দিন ধরে ভারতীয় দল বিশ্বকাপ জেতার চেষ্টা করে যাচ্ছিল। সেই অধরা ট্রফি হাতে নিয়ে দীপ্তি বলেন, “২০১৭ সাল থেকেই মহিলাদের ক্রিকেটে অনেক পরিবর্তন আসছে। তা আমরা সকলেই দেখতে পাচ্ছি। কিন্তু এই বিশ্বকাপ জেতার পর হয়তো আরও অনেক, অনেক পরিবর্তন আসবে।”

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে তুলে নিয়ে দীপ্তি ক্রিকেট বোর্ডকে মনের কথা জানান। তিনি বলেন, “আশা করি আমরা এখন আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাব। আমাদের এই সাফল্য যেন নারী ক্রিকেটের জন্য নতুন পথ খুলে দেয়।”

বিশ্বকাপে দীপ্তির অবিশ্বাস্য পারফরম্যান্স

দীপ্তি শর্মা এই বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে নিজের জাত চিনিয়েছেন। তাঁর পরিসংখ্যানও অসাধারণ। টুর্নামেন্টে মোট ২১৫ রান করেছেন, যার মধ্যে তিনটি অর্ধশতরান আছে। আর মোট ২২টি উইকেট নিয়েছেন, যা এই বিশ্বকাপের সর্বোচ্চ।

নকআউট পর্বে প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে অর্ধশতরান এবং ৫ উইকেট নিয়ে নজির গড়েছেন দীপ্তি। চাপের মুহূর্তে নিজের সেরাটা দিতে পারার অনুভূতি ‘অসাধারণ’ বলে জানিয়েছেন। তিনি বলেন, “এই অসাধারণ ট্রফি এবং পুরস্কার আমি আমার মা-বাবাকে উৎসর্গ করছি।”

এই জয় শুধু একটি ট্রফি নয়, এটি দেশের নারী ক্রিকেটারদের জন্য আরও বড় মঞ্চ তৈরির একটি আবেগভরা অঙ্গীকারের জন্ম দিল।