রক্তিম ঘোষ
কলকাতা: ম্যাক্সির ম্যাজিক ইনিংস থেকে এখনও বেরোতে পারেনি ক্রিকেট বিশ্ব। সেই মুহূর্ত ভোলা যাবেই বা কী করে! ওয়াংখেড়েতে আফগানিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। রান তাড়ায় অপরাজিত ২০১! সবচেয়ে অবাক করেছিল সেঞ্চুরির পরের অংশ। প্রচণ্ড গরম, ৫০ ওভার ফিল্ডিংয়ের পর ব্যাটিং। পায়ে ক্র্যাম্প হয় ম্যাক্সির। ঠিকমতো দৌড়তেই পারছিলেন না। এমনকি সেঞ্চুরির পর থেকে হাতে গোনা কিছু সিঙ্গল নিয়েছেন। তাও হেঁটে হেঁটে। ব্যাটিংয়ে কোনও ফুটওয়ার্ক ছিল না। থাকবেই বা কী করে! পা-ই তো সরাতে পারছিলেন না। জায়গায় দাঁড়িয়ে একের পর এক অবিশ্বাস্য শট। লিগ পর্বের শেষ ম্যাচে ম্যাক্সিকে বিশ্রাম দিয়েছিল অস্ট্রেলিয়া। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালের আগে অজিদের অন্যতম ভরসা ম্যাক্সি। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ইডেনে প্রস্তুতি সেরেই দ্রুত হাসপাতালে ছুটলেন ম্যাক্সওয়েল! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সোমবার ইডেনে পুরোদমে অনুশীলন করে অস্ট্রেলিয়া। আকর্ষণের কেন্দ্রে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েলই। আফগানদের বিরুদ্ধে তাঁর ইনিংসে মুগ্ধ সতীর্থ মার্নাস লাবুশেনও। ইডেনে ম্যাক্সির বিশেষ ক্লাসে দেখা যায় মার্নাসকে। রিভার্স স্কুপ শিখছিলেন সতীর্থ ম্যাক্সওয়েলের থেকে। দীর্ঘ সময় প্র্যাক্টিসের পর নেটে যান মার্নাস। কতটা শিখতে পেরেছেন, সেটাই চেষ্টা করে দেখেন। ম্যাক্সিকে দেখেও অস্বস্তিতে মনে হয়নি।
এ দিন অনুশীলনের আগে গ্রুপ ছবি তোলেন অজি ক্রিকেটাররা। সাপোর্ট স্টাফদের সঙ্গেও ছবি তোলেন। বিশ্বকাপের স্মৃতি হিসেবেই এই ছবি। ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে খোশমেজাজে টিম। এর মাঝে অবশ্য ফিজিওর সঙ্গে অনেকক্ষণ সময় কাটান ম্যাক্সি। ফুল ফিট ম্যাক্সিকেই মাঠে চান অস্ট্রেলিয়ার হেড কোচ ম্যাকডোনাল্ড। তাহলে কি তাঁর হাসপাতালে ছুটে যাওয়া অস্বস্তির বিষয় অজি শিবিরে? কলকাতার একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে যান অজি তারকা। গ্লেন ফুল ফিট থাকুক, সেটাই চাওয়া অজি শিবিরের।