TV9 বাংলা ডিজিটাল: বক্সিং ডে টেস্ট শুরুর আগে বিরাট কোহলির কাছে ক্ষমা চাওয়ার কথা প্রকাশ্যে আনলেন অজিঙ্কা রাহানে। অ্যাডিলেড টেস্টে রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন বিরাট কোহলি। অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্টে ৭৪ রান করেন কোহলি। রান আউটের জন্য ড্রেসিংরুমে কোহলির কাছে ক্ষমাও চেয়ে নেন রাহানে। বক্সিং ডে টেস্ট শুরুর আগেরদিন এমনটাই জানালেন ভারতের স্ট্যান্ড ইন অধিনায়ক।
.@ajinkyarahane88 on @imVkohli‘s message for #TeamIndia before his departure. #AUSvIND pic.twitter.com/nui9nKZvU6
— BCCI (@BCCI) December 25, 2020
অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পর্যুদস্ত হয় টিম ইন্ডিয়া। কোহলির রান আউট প্রসঙ্গে এদিন রাহানে বলেন, সেদিনের খেলা শেষেই তিনি বিরাট কোহলির কাছে ক্ষমা চাইতে যান। যদিও কোহলি সেই ঘটনায় কিছু মনে করেননি। বিরাট তাকে জানান, ‘এরমটা হতেই পারে।’
আরও পড়ুন:মেলবোর্নে পরীক্ষার সামনে অজিঙ্কা রাহানে
পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন বিরাট কোহলি। সিরিজের বাকি ৩টি টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। দেশে ফেরার আগে ডেপুটিকে শুভেচ্ছা জানিয়ে বিরাট কোহলি বলে যান, ‘এখন রাহানের আসল সময়। নিজেকে পারফর্ম করার পাশাপাশি অধিনায়ক হিসাবেও কঠিন দায়িত্ব সামলাতে হবে। আমার ওর প্রতি পূর্ণ আস্থা আছে। আমাদের সবার লক্ষ্য একটাই। প্রতিটা ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে সিরিজ জয়ই পাখির চোখ।’