AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Riyan Parag: অনন্যা পান্ডে হট… IPL-এ দুর্দান্ত খেলা রিয়ান পরাগের সার্চ হিস্ট্রি ফাঁস, আর কী রয়েছে?

Rajasthan Royals: রাজস্থান রয়্যালসের তরুণ অলরাউন্ডার রিয়ান পরাগ এ বার কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতেই। তাঁর ইউটিউব সার্চ হিস্ট্রি ফাঁস হয়েছে। যা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সার্চ হিস্ট্রিতে এক দিকে যেমন বিরাট কোহলির বিভিন্ন ইনিংসের ভিডিয়ো সার্চ করেছেন, তেমনই বলিউড নায়িকাদের নিয়েও। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হতে থাকে। ট্রেন্ডিংয়েও রয়েছেন।

Riyan Parag: অনন্যা পান্ডে হট... IPL-এ দুর্দান্ত খেলা রিয়ান পরাগের সার্চ হিস্ট্রি ফাঁস, আর কী রয়েছে?
Image Credit: X
| Updated on: May 28, 2024 | 1:10 PM
Share

রঞ্জি ট্রফির পর এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দুর্দান্ত পারফর্ম করেছেন রিয়ান পরাগ। গত কয়েক মরসুম ধরেই রাজস্থান রয়্যালসে খেলছেন। এ বার প্লে-অফে উঠেছিল সঞ্জু স্যামসনের টিম। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ছিটকে দিয়েছিল। যদিও দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে ট্রফির স্বপ্ন শেষ রাজস্থান রয়্যালসের। অনবদ্য পারফরম্যান্সের কারণে বারবার ট্রেন্ডিংয়ে থেকেছেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। আইপিএল শেষেও ট্রেন্ডিংয়ে। এ বার অবশ্য় অন্য় কারণে।

রাজস্থান রয়্যালসের তরুণ অলরাউন্ডার রিয়ান পরাগ এ বার কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতেই। তাঁর ইউটিউব সার্চ হিস্ট্রি ফাঁস হয়েছে। যা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সার্চ হিস্ট্রিতে এক দিকে যেমন বিরাট কোহলির বিভিন্ন ইনিংসের ভিডিয়ো সার্চ করেছেন, তেমনই বলিউড নায়িকাদের নিয়েও। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হতে থাকে। ট্রেন্ডিংয়েও রয়েছেন।

রিয়ানের সার্চ হিস্ট্রিতে রয়েছেন অনন্যা পান্ডে হট, সারা আলি খান হট! X হ্যান্ডেল যা আগে টুইটার ছিল, একটি অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট হয়েছে। যাতে এই সার্চ হিস্ট্রি রয়েছে। ২২ বছরের তরুণ অলরাউন্ডারের সার্চ হিস্ট্রি ফাঁস হওয়া নিয়ে নানারকম প্রতিক্রিয়াও এসেছে। কেউ বা লিখেছেন, স্যান্ডো গেঞ্জি পরে, এমন গরমের সময় অভিনেত্রীদের ভিডিয়ো সার্চ করা, এর সঙ্গে যেন অনেকেই মিল খুঁজে পেতে পারে! আবার কেউ লিখেছেন, ২২ বছরের এক তরুণ, তার তো এটা বোঝা উচিত কখন স্ক্রিন শেয়ার করা যায়!

কেউ আবার ‘আক্ষেপ’-এর সুরে কমেন্ট করেছেন, ‘আমরা তো গরীব মানুষ, ভাই তুমিই দেখো, তোমার সুযোগ হতেই পারে। কে জানে, কোহলিও হয়তো একসময় এমন কিছু সার্চ করেছিল!’ অনেকে আবার এই ছবি বারবার শেয়ার নিয়ে সরব হয়েছেন, ব্যক্তিগত জিনিস কেন এত শেয়ার হচ্ছে! তবে যাই হোক, রিয়ান পরাগ রীতিমতো ট্রেন্ডিংয়ে রয়েছেন।