Virat Kohli: অসুস্থতা নিয়ে সেঞ্চুরি কোহলির! প্রশংসা থামছে না বিরাট-জায়ার

সোশ্যাল মিডিয়া বিরাট বন্দনায় ব্যস্ত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের সেঞ্চুরির সেলিব্রেশনের একটি ভিডিয়ো শেয়ার করে বিরাটকে নিজের অনুপ্রেরণা বলেছেন অনুষ্কা।

Virat Kohli: অসুস্থতা নিয়ে সেঞ্চুরি কোহলির! প্রশংসা থামছে না বিরাট-জায়ার
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2023 | 8:57 PM

মুম্বই: বিরাট কোহলির (Virat Kohli) সবচেয়ে বড় চিয়ারলিডার কে? উত্তরটা খুব সহজ। তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anuska Sharma)। বিরাট যেমন স্ত্রীর প্রশংসা করার একটা সুযোগও ছাড়েন না, উল্টোদিকের ঘটনাটাও এক। শত ব্যস্ততার মধ্যেও বিরাটের খেলা দেখতে টিভির সামনে বসে পড়েন অনুষ্কা। বিরাট  ভালে খেললে প্রশংসায় ভাসিয়ে দেন। তার ব্যতিক্রম হল না রবিবারও। তিন বছর তিন মাস ১৮ দিনের প্রতীক্ষার পর (Border-Gavaskar Trophy) বিরাট কোহলির  ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি। অনুরাগীরা বেজায় খুশি। সোশ্যাল মিডিয়া বিরাট বন্দনায় ব্যস্ত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের সেঞ্চুরির সেলিব্রেশনের একটি ভিডিয়ো শেয়ার করে বিরাটকে নিজের অনুপ্রেরণা বলেছেন অনুষ্কা। একইসঙ্গে চমকে দেওয়ার মতো তথ্য দিয়েছেন অভিনেত্রী। কী জানালেন বিরাট-জায়া, তুলে ধরল TV9 Bangla

টেস্ট ক্রিকেটে বিরাটের ২৮ তম এবং আন্তর্জাতিক কেরিয়ারে ৭৫তম সেঞ্চুরি এটি। বহুদিনের অপেক্ষার অবসান ঘটেছে তাঁর সেঞ্চুরির পর আনন্দে মেতে ওঠেন বিরাট ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় কোহলির স্তুতিগান। ভালোবাসা উজাড় করে দিচ্ছেন অনুরাগীরা। কেউ কেউ নিজের ঘরের টিভি সেটে কোহলির সেঞ্চুরির মুহূর্ত ভিডিয়ো করে পোস্ট করছেন। সবকিছুতেই বইছে ভালোবাসার স্রোত। সেঞ্চুরির পর বিরাটের সেলিব্রেশনে ছিল না অতীতের মতো আগ্রাসন। ভীষণ শান্ত হয়ে সেঞ্চুরির উদযাপন করলেন। চুমু খেলেন গলার চেনের সঙ্গে ঝোলানো বিয়ের আংটি। এভাবেই তাঁর প্রতিটি সাফল্যের জন্য স্ত্রী অনুষ্কাকে ধন্যবাদ জানান বিরাট। সেঞ্চুরি উৎসর্গ করেন অর্ধাঙ্গিনীকে।

স্বামীর এত ভালোবাসার পর অনুষ্কাই বা নিজেকে আটকে রাখেন কীভাবে। ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের শতরানের মুহূর্তের ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, “অসুস্থতার মধ্যেও স্থিরতা নিয়ে খেলেছেন। এটাই আমাকে সবসময় অনুপ্রাণিত করে।” অনুষ্কার দাবি মানলে, অসুস্থতা নিয়েই সারাদিন ধরে ব্যাট করে গিয়েছেন বিরাট। খেলেছেন ৩৬৪ ডেলিভারি। তাঁর ডেডিকেশন অবাক করেছে অনুষ্কাকে। পৌঁছে গিয়েছিলেন কেরিয়ারের অষ্টম দ্বিশতরানের দোরগোড়ায়। যদিও অল্পের জন্য ডবল সেঞ্চুরি হাতছাড়া হয়েছে তাঁর। অনুষ্কার পোস্ট ইতিমধ্যেই ভাইরাল।