কলম্বো: ১৯৯৬ সালে ভারতকেই সেমিফাইনালে হারিয়ে বিশ্বকাপের (ICC World Cup) আরও কাছে পৌঁছেছিল শ্রীলঙ্কা (Sri Lanka)। শেষ পর্যন্ত ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অর্জুন রণতুঙ্গার টিম। সেই বদলা ২০১১ সালের বিশ্বকাপে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এ বারও ভারতের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুটো টিম। কিন্তু লজ্জার হার অতীতের সব ক্যারিশমাকেই ধুয়ে মুছে দিয়েছে। ভারতের বিপুল রানের জবাবে মাত্র ৫৮ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৩০২ রানে হারের জেরে সোমবার পুরো শ্রীলঙ্কা বোর্ডকেই খারিজ করে দিল দেশের সরকার। ক্রীড়ামন্ত্রী রোশন রণসিঙ্ঘে একটি নোটিশ জারি করে বোর্জের কার্যকরী সমিতিকে খারিজ করে দিয়েছেন। TV9Bangla Sports এ বিস্তারিত।
বিশ্বকাপের আশা ভারতের বিরুদ্ধে হেরেই শেষ হয়ে গিয়েছে শ্রীলঙ্কার। আপাতত লঙ্কান ক্রিকেটারদের চোখ চ্যাম্পিয়ন ট্রফিতে। প্রথম সাতে থাকার অঙ্ক নিয়েই আজ বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে টিম। তার ঠিক আগেই শ্রীলঙ্কার পুরো ক্রিকেট বোর্ডকেই বাতিল করে দেওয়া হয়েছে। এতেই শেষ নয়, তদন্তের নির্দেশও দিয়েছেন। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বোর্ডের অডিট রিপোর্টও খতিয়ে দেখা হবে। অন্তর্বর্তীকালীন পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড চালাবেন ১৯৯৬ সালে দেশকে বিশ্বকাপ দেওয়া রণতুঙ্গাই।
ভারতের বিরুদ্ধে ৫৮ রানে লজ্জার হারের পর দেশে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ক্রিকেটারদের। টিম নির্বাচন থেকে শুরু করে ফিটনেস, পরিকল্পনা, যাবতীয় বিষয় নিয়েই কথা উঠে গিয়েছে। সচিব মোহন ডি সিলভা সহ আর এক কর্তা পদত্যাগ করেছিলেন। এই পরিস্থিতিতে বেশ চাপে পড়ে গিয়েছিলে কমিটির অন্যান্য কর্তারা। সরকারি হস্তক্ষেপও দাবি করে জনতা। যে কারণে আসরে নামেন ক্রীড়ামন্ত্রী। যে অন্তর্বর্তীকালীন কমিটি তৈরি করা হয়েছে, তার নেতৃত্ব যেমন রণতুঙ্গা দেবেন, তেমনই সাত জনের কমিটিতে রয়েছেন দু’জন সুপ্রিম কোর্টের বিচারপতি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তাদারে আর্থিক তছরুপের অভিযোগও খতিয়ে দেখতে চান রণসিঙ্ঘে।