করোনায় আইপিএল থেকে নাম তুললেন অশ্বিন, ৩ অজি ক্রিকেটার

sushovan mukherjee |

Apr 26, 2021 | 2:08 PM

সোমবার সকাল থেকে একের পর এক বিদেশি ক্রিকেটারের আইপিএল থেকে সরে দাঁড়ানোর খবর আসতে শুরু করেছে। জাম্পা, রিচার্ডসন, টাইরা নাম তুলে নেওয়ার পিছনে ব্যক্তিগত কারণকেই তুলে ধরেছেন। ভারতে করোনার প্রভাব ক্রমশ বাড়তে শুরু করায় অনেক ক্রিকেটারই ভয় পেয়ে গিয়েছেন। সেই কারণেই তাঁরা সরে দাঁড়ালেন কিনা, তা অবশ্য পরিষ্কার নয়।

করোনায় আইপিএল থেকে নাম তুললেন অশ্বিন, ৩ অজি ক্রিকেটার
ছবি-টুইটার

Follow Us

কলকাতা: করোনার হানায় ফের বিপর্যস্ত আইপিএল। না, নতুন কোনও ক্রিকেটারের আক্রান্ত হওয়ার খবর নেই। কিন্তু দেশে করোনার প্রভাব বাড়তে থাকায় একে একে সরে দাঁড়াতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। আরসিবির অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, রাজস্থানের অ্যান্ড্রু টাই আইপিএলের মাঝপথেই ফিরে গেলেন দেশে। পরিস্থিতি যখন এমন, তখন পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হওয়ায় দিল্লি ক্যাপিটালস থেকে অব্যহতি নিলেন রবিচন্দ্রন অশ্বিন।

ভারতীয় অফস্পিনার রবিবার দিল্লি-রাজস্থান ম্যাচে খেলেছেন। অশ্বিন বেশ ভালো বোলিংই করেছিলেন। কিন্তু তখনও জানা যায়নি, তিনি আইপিএল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন। রবিবার গভীর রাতে টুইটারে এক বিবৃতিতে তিনি বলেছেন, তাঁর পরিবার করোনার বিরুদ্ধে লড়াই করছে। এই পরিস্থিতিতে সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিলেন তিনি। অশ্বিনের কথায়, ‘সোমবার থেকে আমি আইপিএলে বিরতি নিচ্ছি। আমার পরিবারের সদস্যরা করোনার বিরুদ্ধে লড়াই করছে। এই কঠিন সময়টা ওদের পাশে থাকতে চাই। যদি সব ঠিক থাকে, তা হলে আবার ফিরে আসব।’

সোমবার সকাল থেকে একের পর এক বিদেশি ক্রিকেটারের আইপিএল থেকে সরে দাঁড়ানোর খবর আসতে শুরু করেছে। জাম্পা, রিচার্ডসন, টাইরা নাম তুলে নেওয়ার পিছনে ব্যক্তিগত কারণকেই তুলে ধরেছেন। ভারতে করোনার প্রভাব ক্রমশ বাড়তে শুরু করায় অনেক ক্রিকেটারই ভয় পেয়ে গিয়েছেন। সেই কারণেই তাঁরা সরে দাঁড়ালেন কিনা, তা অবশ্য পরিষ্কার নয়। আরসিবির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন। তাঁদের সব রকম সহযোগিতা করার জন্য তৈরি আরসিবি।’

জাম্পা, রিচার্ডসন, টাইরা টিমে নিয়মিত ছিলেন না। তাঁদের না থাকা খুব একটা সমস্যায় ফেলবে না আরসিবি বা রাজস্থানকে। তবে, অশ্বিনের না থাকা কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছে টিমকে। যদিও অক্ষর প্যাটেল টিমে ফেরায় বোলিং বৈচিত্র বেড়েছে ঋষভ পন্থের টিমের।

আরও পড়ুন:IPL 2021 PBKS vs KKR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ

এরই মধ্যে আবার ক্রিকেট অস্ট্রেলিয়া নজর রাখছে ভারতের করোনা পরিস্থিতির দিকে। আইপিএলে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন অজি ক্রিকেটাররাই। ভারতের বর্তমান পরিস্থিতি ওই দেশের ক্রিকেট বোর্ডের উদ্বেগ বাড়াচ্ছে। সিএ-র তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘আইপিএলে খেলছে যে সমস্ত ক্রিকেটার, কোচ ও কমেন্ট্রেটর, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’

Next Article