ব্যাটে লেখা ‘রান মেশিন’। এখন আর হাফসেঞ্চুরি করলে তাঁকে নিয়ে তেমন আলোচনা হয় না। হবেই বা কেন? বিরাট কোহলি নিজের মান সে ভাবেই সেট করে রেখেছেন। সেঞ্চুরি ছাড়া বাকি সব ইনিংসই যেন ব্যর্থ! কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে রিজার্ভ ডে-তে তাঁর ব্যাটে হাফসেঞ্চুরি। ব্যাটটা শুধু তুলে ধরলেন ডাগআউট এবং তারপর গ্যালারির দিকে। অপেক্ষা শুরু হয় সেঞ্চুরির। হাফসেঞ্চুরি পেরোতেই ইনসাইড আউটে অনবদ্য একটা বাউন্ডারি বিরাটের ব্যাটে। কিছু পর ইফতিকার আহমেদের বোলিংয়ে স্টেপ আউট করে মিড উইকেটে একটা বিশাল ছয়। বিরাটের হাসিই বলে দিচ্ছিল, মিশন-এ নেমেছেন রানমেশিন। অবশেষে তিন অঙ্কের ঘরে পৌঁছলেন ৮৪ বলে। সঙ্গে আরও একটা মাইলফলক। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সামান্য চোট থাকায় হ্যারিস রউফকে রিজার্ভ ডে-তে বোলিং না করানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বিশ্বকাপের আগে ঝুঁকি না নিতেই এমন সিদ্ধান্ত। তাঁকে আউট করার মরিয়া চেষ্টা হবে সেটাই স্বাভাবিক। নাসিম শাহর লেগ সাইডের ডেলিভারি। রিজওয়ানের হাতে পৌঁছতেই আবেদন। আম্পায়ার ক্রিস গ্যাফানি সাড়া দেননি। বিরাট উইকেটের প্রত্যাশায় রিভিউ নেয় পাকিস্তান। পুরো স্টেডিয়াম সাইলেন্ট মোডে। সাউন্ড এলেও সেটা থাইপ্যাডে বল লাগার। বাকি থাকা একটি রিভিউও নষ্ট নয় পাকিস্তানের। নাসিম শাহর অফস্টাম্পের বাইরের একটা ডেলিভারি, শেষ মুহূর্তে ছেড়ে দিতে সক্ষম। এগুলো যেন বিরাটের ফোকাসের স্তর বুঝিয়ে দেয়। সেই নাসিম শাহকেই স্ট্রেট বাউন্ডারিতে পরিচিত সেই ছয় মারলেন বিরাট। ঠিক যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে হ্যারিস রউফের বোলিংয়ে মেরেছিলেন।
ওয়ান ডে ফরম্যাটে সবচেয়ে রান মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের। সেই অবধি পৌঁছতে আরও অনেকটা পথ পেরোতে হবে। এ দিন ওডিআই-তে ১৩ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন বিরাট কোহলি। সঙ্গে ওডিআই শতরানের সংখ্যায় মাস্টারের অনেক কাছে বিরাট কোহলি। ওয়ান ডে ফরম্যাটে সচিনের শতরানের সংখ্যা ৪৯। এই ফরম্যাটে বিরাট কোহলি ইতিমধ্যেই ৪৬টি সেঞ্চুরি করেছেন। আজ কেরিয়ারের ৪৭তম ওডিআই শতরান এল বিরাটের ব্যাটে। এশিয়া কাপে এখনও দুটি, ফাইনালে উঠলে তিন ম্যাচ বাকি ভারতের। বিশ্বকাপের ঠিক আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। তারপর বিশ্বকাপ।
সচিন তেন্ডুলকরের ওয়ান ডে সেঞ্চুরির সংখ্যা দ্রুতই ছাপিয়ে যেতে পারেন বিরাট কোহলি। পরিস্থিতি তাই বলছে। বিরাট রেকর্ডের পিছনে না ছুটলেও রেকর্ড তো বিরাটকে ছুঁতে মরিয়া!