Asia cup 2023 IND vs PAK Match Result: দু-দিনের দ্বৈরথে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জয় ভারতের
Asia cup 2023 India vs Pakistan Match Report: সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে তাই যোগ করা হয়েছিল রিজার্ভ ডে। শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। রিজার্ভ ডে কাজে লাগল। তবে চাপও বাড়ল ভারতীয় শিবিরে। টানা দু-দিন খেলতে হল। রাত পোহালেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। দু-দিনের দ্বৈরথে ভারত জিতল ২২৮ রানের বিশাল ব্যবধানে। রানের নিরিখে ওয়ান ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে এটিই ভারতের সবচেয়ে বড় জয়।
কলম্বো: ফরম্যাট ওয়ান ডে। যদিও ম্যাচ হল দু-দিনে। ভারত-পাকিস্তান ম্যাচে এত বিরতি দর্শকদের আনন্দ কেড়ে নেয়। দীর্ঘ অপেক্ষা শেষে ম্যাচ সম্পূর্ণ হল। এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। প্রথমে ব্যাট করেন রোহিতরা। ভারতীয় ইনিংস শেষেই বৃষ্টি। ম্যাচ আর সম্পূর্ণ হয়নি। সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে তাই যোগ করা হয়েছিল রিজার্ভ ডে। শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। রিজার্ভ ডে কাজে লাগল। তবে চাপও বাড়ল ভারতীয় শিবিরে। টানা দু-দিন খেলতে হল। রাত পোহালেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। দু-দিনের দ্বৈরথে ভারত জিতল ২২৮ রানের বিশাল ব্যবধানে। রানের নিরিখে ওয়ান ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে এটিই ভারতের সবচেয়ে বড় জয়। ভারত-পাকিস্তান ম্যাচের বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম দিন ভারতীয় ইনিংসের ২৪ ওভারের পরই বৃষ্টি নামে। দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টি থামেও। মাঠকর্মীরা মরিয়া চেষ্টা করেছেন। খেলার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন। ফের বৃষ্টি নামায় রবিবার ম্যাচ সম্পূর্ণ করা যায়নি। ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। এত বড় একটা গ্যাপের পর একই ফোকাস ধরে রাখা সহজ নয়। অপরাজিত দুই ব্যাটার বিরাট কোহলি এবং প্রায় ৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা লোকেশ রাহুল শুরুতে সতর্ক ব্যাটিং করেন। হাফসেঞ্চুরি পেরোতেই দু-জন বিধ্বংসী মেজাজে। ওডিআই কেরিয়ারের ষষ্ঠ এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি লোকেশ রাহুলের। কলম্বোয় এই নিয়ে টানা চারটি ওডিআই-তে সেঞ্চুরি বিরাট কোহলির। সব মিলিয়ে এই ফরম্যাটে ৪৭ নম্বর। ওডিআই সেঞ্চুরির সংখ্যায় সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে যেতে আর তিন বার তিন অঙ্কের রান পেরোতে হবে বিরাটকে।
শুভমন-রোহিতের হাফসেঞ্চুরি এবং বিরাট-রাহুলের সেঞ্চুরি। পাকিস্তানকে ৩৫৭ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ভারত। নজর ছিল বুমরার ফিটনেসে। আয়ার্ল্যান্ড সফরে প্রত্য়াবর্তন করেছিলেন বুমরা। টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং এবং ওডিআই ম্যাচের ফিটনেসে বিশাল ফারাক। সেটাই দেখার ছিল। অনবদ্য বোলিং করলেন। ফিটনেসও স্বস্তি দিল টিম ম্যানেজমেন্টকে। এই ম্যাচে বাড়তি প্রাপ্তি নিঃসন্দেহে কুলদীপ যাদবের বোলিং। বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন কুলদীপ। ডান হাতি রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল সুযোগ পাননি। চাহালের চেয়ে কুলদীপে কেন বাড়তি ভরসা টিম ম্যানেজমেন্টের, বুঝিয়ে দিলেন। মাত্র ২৫ রান দিয়ে ৫ উইকেট নিলেন কুলদীপ। হ্যারিস রউফের সামান্য় চোট থাকায় বোলিং করানো হয়নি আর। ব্যাটিংয়েও নামলেন না। একই পরিস্থিতি নাসিম শাহর। ৩২ ওভারে ১২৮ রানেই ইনিংস শেষ পাকিস্তানের।