Asia cup 2023 PAK vs NEP Match Result: পাকিস্তানের বড় জয়ে নেপালের প্রাপ্তি অভিজ্ঞতা

Asia cup 2023 PAKISTAN vs NEPAL Match Report: ঘরের মাঠে টুর্নামেন্ট শুরু করল পাকিস্তান। গ্যালারি অবশ্য হতাশ করল। মুলতানে ম্যাচ। খেলছে পাকিস্তান। অথচ গ্যালারি ভরল না। সকলেই যেন ২ সেপ্টেম্বরের অপেক্ষায়। পাকিস্তান বনাম নেপাল ম্যাচে বারবার উঠে এল মহারণ প্রসঙ্গ।

Asia cup 2023 PAK vs NEP Match Result: পাকিস্তানের বড় জয়ে নেপালের প্রাপ্তি অভিজ্ঞতা
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2023 | 10:35 PM

মুলতান: ওয়ান ডে ফরম্যাটে বিশ্বের এক নম্বর দল। আইসিসি ক্রমতালিকায় এক নম্বর ব্যাটার সেই দলের অধিনায়ক। তাদের বিরুদ্ধে এশিয়া কাপে অভিষেক হল নেপালের। আইসিসি পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে এর আগে মাত্র তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল। শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে, এ আর নতুন কী! ব্যাটিং-বোলিং সব বিভাগেই টেক্কা দিল পাকিস্তান। ২৩৮ রানের বিশাল ব্যবধানে জয়ে এশিয়ান কাপ অভিযান শুরু বাবরদের। নেপালের প্রাপ্তি অভিজ্ঞতা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ঘরের মাঠে টুর্নামেন্ট শুরু করল পাকিস্তান। গ্যালারি অবশ্য হতাশ করল। মুলতানে ম্যাচ। খেলছে পাকিস্তান। অথচ গ্য়ালারি ভরল না। সকলেই যেন ২ সেপ্টেম্বরের অপেক্ষায়। পাকিস্তান বনাম নেপাল ম্যাচে বারবার উঠে এল মহারণ প্রসঙ্গ। শ্রীলঙ্কায় হবে সেই ম্য়াচ। গ্যালারি হতাশ করলেও প্রত্যাশিত ভাবেই নেপালকে হারাল পাকিস্তান। শুরুতে অবশ্য কিছুটা বেকায়দায় ছিল হোম টিম। অধিনায়ক বাবর আজমের সৌজন্যে দ্রুত ঘুরে দাঁড়ায় তারা। বোলাররা নিজেদের নামের প্রতি সুবিচার করেছেন। বাবর আজম-ইফতিকার আহমেদ পঞ্চম উইকেটে ২১৪ রানের জুটি গড়ে। পাকিস্তানের হয়ে পঞ্চম উইকেটে এটিই সর্বাধিক জুটি। বাবর আজম ওডিআই কেরিয়ারের ১৯তম শতরান করেন। পাক ব্যাটারদের মধ্যে সংখ্যায় তাঁর সামনে শুধুই সইদ আনোয়ার। আর দুটি সেঞ্চুরি করলেই এই ফরম্যাটে পাকিস্তানের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হবেন বাবর। তাঁর পাশাপাশি ইফতিকারের শতরানে নেপালকে ৩৪৩ রানের বিশাল লক্ষ্য দেয় পাকিস্তান।

২০১৮ সালে ওয়ান ডে ক্রিকেটের স্বীকৃতি পেয়েছে নেপাল। ক্রমশ উন্নতি করছে। বড় দলের বিরুদ্ধে খেললে অভিজ্ঞতা বাড়বে। আরও উন্নতি করবে দল। বিশাল রান তাড়া করতে নেমে জোড়া বাউন্ডারি ইনিংস শুরু হয় তাদের। এরপরই অস্বস্তি। প্রথম ওভারেই জোড়া উইকেট নেন পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি। দ্রুত তৃতীয় ধাক্কা দেন আর এক পেসার নাসিম শাহ। চতুর্থ উইকেটে সোমপল কামি ও আরিফ শেখ ৫৯ রান যোগ করেন। এই জুটি ভাঙতেই খেই হারায় নেপাল। ২৩.৪ ওভারে ১০৪ রানেই শেষ তাদের ইনিংস। তবে বিশ্বের এক নম্বর দলের বিরুদ্ধে খেলার সুযোগ, অনেক বেশি আত্মবিশ্বাসী করবে আগামীর জন্য।