AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan vs Nepal, Asia Cup 2023 : উদ্বোধনী ম্যাচে টস জিতলেন বাবর আজম, প্রথমে ব্যাটিং পাকিস্তানের

সদ্য আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ করে আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ওডিআই টিম হিসেবে উঠে এসেছে পাকিস্তান। বুধবার উদ্বোধনী ম্যাচে টস জিতলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

Pakistan vs Nepal, Asia Cup 2023 : উদ্বোধনী ম্যাচে টস জিতলেন বাবর আজম, প্রথমে ব্যাটিং পাকিস্তানের
| Edited By: | Updated on: Aug 30, 2023 | 2:55 PM
Share

মুলতান : ভরপুর আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপে (Asia Cup 2023) অভিযান শুরু করছে পাকিস্তান। এ বারের এশিয়া কাপের আয়োজক তারাই। বুধবার মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ। প্রথম ম্য়াচে আয়োজক পাকিস্তানের মুখোমুখি নেপাল (Pakistan vs Nepal)। লড়াইটা সমানে সমানে নয়। ম্যাচে অবশ্যই ফেভারিট বাবর আজমের টিম। সদ্য আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ করে আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ওডিআই টিম হিসেবে উঠে এসেছে পাকিস্তান। বুধবার উদ্বোধনী ম্যাচে টস জিতলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। নেপালের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে পাকিস্তান। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

প্রথমে ব্যাট করে বড় স্কোর গড়ার লক্ষ্য পাকিস্তানের। ক্যাপ্টেন বাবর আজম বললেন, “উইকেট ড্রাই এবং শাইনি। তাই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত। আমরা দল নিয়ে আত্মবিশ্বাসী। তাই গতকালই একাদশ ঘোষণা করে দিয়েছি। কোনও অতিরিক্ত চাপ নেই। আমরা শুধু ক্রিকেটকে উপভোগ করতে চাই। নিজেদের সেরাটা দিতে চাই।” নেপালের ক্রিকেটারদের এবং নেপালের মানুষের আজকের ম্যাচ নিয়ে উন্মাদনা অন্য পর্যায়ে। নেপালের অধিনায়ক রোহিত পাওডেল বললেন, “দলের ক্রিকেটাররা এবং নেপালের মানুষ ভীষণ খুশি কারণ এটা আমাদের প্রথম এশিয়া কাপ। আমরা এই কন্ডিশনে অভ্যস্ত। এই উইকেট ব্যাটিংয়ের জন্য আদর্শ। বোলিংয়ে সন্দীপ লামিছানে, সোমপাল কামী, ললিত রাজবংশী এবং করণ কেসী।”

পাকিস্তানের একাদশ : ফখর জমান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, সলমন আগা, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং নাসিম শাহ।

নেপালের একাদশ : কুশল ভুর্তৈল, আসিফ শেখ, রোহিত পাওডেল, আরিফ শেখ, কুশল মল্লা, দীপেন্দ্র এরী, গুলশন ঝা, সোমপাল কামী, করণ কেসী, সন্দীপ লামিছানে ও ললিত রাজবংশী।