এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশিত হল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সোশ্যাল মিডিয়ায় এই সূচি প্রকাশ করেন। এ বারের এশিয়া কাপ হবে হাইব্রিড মডেলে। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক আগেই জানিয়েছিল, পাকিস্তানে খেলতে যাবে না ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাতেও সেই সিদ্ধান্ত মেনে নেওয়া হয়। পাকিস্তান এবং শ্রীলঙ্কা মিলিয়ে হবে এশিয়া কাপ। ভারত সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। বিস্তারিত জেনে TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ অগস্ট। টুর্নামেন্টের ফাইনাল ১৭ সেপ্টেম্বর। তবে অপেক্ষা ২ সেপ্টেম্বরের। শ্রীলঙ্কার ক্যান্ডিতে সেপ্টেম্বরের ২ তারিখ ভারত-পাকিস্তান মেগা ম্যাচ। টুর্নামেন্টে সব মিলিয়ে ১৩টি ম্যাচ। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত এবং নেপাল। গ্রুপ বি-তে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। ১৭ সেপ্টেম্বর ফাইনাল হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। সেই মাঠেই এ বারের এমার্জিং এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে।
অক্টোবর-নভেম্বরে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। ভারতের মাটিতে এ বারের বিশ্বকাপ। সে কথা মাথায় রেখেই ওয়ান ডে ফরম্যাটে হবে এশিয়া কাপ। পাঁচ বছর পর এই ফরম্যাটে এশিয়া কাপ হতে চলেছে। ২০১৮ সালে ওয়ান ডে ফরম্যাটে এশিয়া কাপে বাংলাদেশকে ফাইনালে হারিয়ে খেতাব জিতেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। গত এশিয়া কাপে (টি-টোয়েন্টি ফরম্যাট) ফাইনালে পাকিস্তানকে হারিয়ে খেতাব জিতেছিল শ্রীলঙ্কা।
অক্টোবর-নভেম্বরে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। ভারতের মাটিতে এ বারের বিশ্বকাপ। সে কথা মাথায় রেখেই ওয়ান ডে ফরম্যাটে হবে এশিয়া কাপ। পাঁচ বছর পর এই ফরম্যাটে এশিয়া কাপ হতে চলেছে। ২০১৮ সালে ওয়ান ডে ফরম্যাটে এশিয়া কাপে বাংলাদেশকে ফাইনালে হারিয়ে খেতাব জিতেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। গত এশিয়া কাপে (টি-টোয়েন্টি ফরম্যাট) ফাইনালে পাকিস্তানকে হারিয়ে খেতাব জিতেছিল শ্রীলঙ্কা।
এশিয়া কাপের সূচি