India vs Bangladesh: বাংলাদেশের কাছে হার, সেমিফাইনালেই বিদায় ভারতের
Asian Cricket Council Under-19s Asia Cup: দুবাইতে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন অনূর্ধ্ব ১৯ ভারত। টস হেরেই যেন ম্যাচে অনেকটা পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। শুরুর ধাক্কা সামলাতে ব্যর্থ ব্যাটিং বিভাগ। দিনের ম্যাচ। শুরুর দিকে পেসাররা সুবিধা পাবেন এমনটাই প্রত্যাশিত। কিছুটা সময় ক্রিজে কাটিয়ে দিতে পারলে রান তোলা সম্ভব হত। টুর্নামেন্টে দারুণ পারফর্ম করছিলেন আর্শিন কুলকার্নি। ৬ বলে মাত্র ১ রানেই ফেরেন।

দুবাই: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের দৌড় শেষ। সেমিফাইনালেই বিদায়। নতুন বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। তার আগে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে ভারতীয় দল। মূলত এশিয়া কাপের স্কোয়াডকেই বিশ্বকাপের জন্য ধরে রাখা হয়েছে। স্বাভাবিক ভাবেই বেশ কিছুটা হতাশা ভারতীয় শিবিরে। টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত হয়েছিল। যদিও গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হার। ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালেও জায়গা করে নিয়েছিল ভারত। যদিও আজ বাংলাদেশের কাছে হার ছিটকে দিল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দুবাইতে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন অনূর্ধ্ব ১৯ ভারত। টস হেরেই যেন ম্যাচে অনেকটা পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। শুরুর ধাক্কা সামলাতে ব্যর্থ ব্যাটিং বিভাগ। দিনের ম্যাচ। শুরুর দিকে পেসাররা সুবিধা পাবেন এমনটাই প্রত্যাশিত। কিছুটা সময় ক্রিজে কাটিয়ে দিতে পারলে রান তোলা সম্ভব হত। টুর্নামেন্টে দারুণ পারফর্ম করছিলেন আর্শিন কুলকার্নি। ৬ বলে মাত্র ১ রানেই ফেরেন। আর এক ওপেনার আদর্শ সিং ফেরেন ২ রানে। খাতাই খুলতে পারেননি অধিনায়ক উদয় সাহারন। শেষ অবধি ভারতের লজ্জা বাঁচান মুশির খান ও মুরুগান অভিষেক। মুশির ৬১ বলে ৫০ রান করেন। সর্বাধিক ৬২ রান অভিষেকের। নির্ধারিত ৫০ ওভার ব্যাটই করতে পারেনি ভারতীয় দল। ৪২.৪ ওভারে ১৮৮ রানেই অলআউট।
সময় যত এগিয়েছে ব্যটিংয়ের জন্য সহজ হয়েছে পিচ। তার ওপর বোর্ডে মাত্র ১৮৮ রানের পুঁজি। নতুন বলে জোড়া উইকেট নেয় ভারত। এর মধ্যে একটি রান আউট। মাত্র ৩৪ রানে বাংলাদেশের তিন উইকেট নেয় ভারত। সেটা যথেষ্ঠ ছিল না। আরিফুল ইসলাম ও অহরার আমিনের অনবদ্য ব্যাটিং ভারতের কাজ কঠিন করে। মরিয়া চেষ্টা করেন রাজ লিম্বানি ও নমন তিওয়ারি। ৪২.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছয় বাংলাদেশ।
