IND vs AUS, WTC : ভারতের বিরুদ্ধে ফাইনাল, তারকা পেসারকে নিয়ে গভীর চিন্তায় অজিরা
WTC FINAL 2023 : অজি শিবিরে চিন্তা জশ হ্যাজলউডকে নিয়ে। আইপিএলের আগে থেকেই চোট তাঁর। শুরু থেকে অর্ধেক আইপিএলে তাঁকে পায়নি আরসিবি। হ্যাজলউড যে পুরোপুরি ফিট নন তা আইপিএলে হাতে গোনা কিছু ম্যাচে তাঁর খেলা দেখেই বোঝা গিয়েছে। সে কারণে মাঝপথেই দেশে ফিরে যান হ্যাজলউড।
কলকাতা : আইপিএলে মেতে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। সঙ্গে অপেক্ষা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপর ফাইনালের। টানা দ্বিতীয় বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। উদ্বোধনী সংস্করণে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এ বার ট্রফির প্রত্যাশা। আইপিএল ফাইনাল ২৮ মে। মাঝে কয়েক দিনের গ্যাপ মাত্র। জুনের ৭-১১ লন্ডন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। উদ্বোধনী সংস্করণে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। এ বার ভারতের সামনে অস্ট্রেলিয়া। সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করলে ভারত অনেকটাই এগিয়ে। টানা দু-বার অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে ভারত। আইপিএলের আগেই ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি ২-১ ব্যবধানে জিতেছে ভারত। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বরাবরই আলাদা গুরুত্ব রাখে। ভারতীয় দলে যেমন বেশ কিছু চোটের সমস্যা রয়েছে। অজি শিবিরও গভীর চিন্তায়। বিস্তারিত রইল TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
ওভালের পিচে পেসারদের দাপট দেখা যাবে এমনটাই প্রত্যাশিত। জসপ্রীত বুমরার মতো পেসারকে পাবে না ভারত। তবে আইপিএলে দুরন্ত ছন্দে মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ। প্লে-অফ থেকে ছিটকে যাওয়ায় মহম্মদ সিরাজ আগে ভাগেই ইংল্যান্ড যাচ্ছেন। সেখানেই ফাইনালের প্রস্ততি নেবেন। অজি পেস আক্রমণ অনেক বেশি তরতাজা হয়েই নামবেন। অধিনায়ক প্যাট কামিন্স, বাঁ হাতি পেসার মিচেল স্টার্করা আইপিএল খেলেননি। অনেক বেশি তরতাজা থেকে নামবেন। অজি শিবিরে চিন্তা জশ হ্যাজলউডকে নিয়ে। আইপিএলের আগে থেকেই চোট তাঁর। শুরু থেকে অর্ধেক আইপিএলে তাঁকে পায়নি আরসিবি।
হ্যাজলউড যে পুরোপুরি ফিট নন তা আইপিএলে হাতে গোনা কিছু ম্যাচে তাঁর খেলা দেখেই বোঝা গিয়েছে। সে কারণে মাঝপথেই দেশে ফিরে যান হ্যাজলউড। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আদৌ ফিট হয়ে উঠতে পারবেন কীনা ধোঁয়াশা রয়েছে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক কর্তা জানিয়েছেন, হ্যাজলউড ফিট। আরও যোগ করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং অ্যাসেজ সিরিজে খেলতে পারবেন এই পেসার।