কলকাতা: আর তিন সপ্তাহও বাকি নেই মেয়েদের আইপিএলের। তার আগে বিরাট ধাক্কা খেল গুজরাট জায়ান্টস (Gujarat Giants)। ক্যান্সারে আক্রান্ত হয়ে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার লরেন চিটেল (Lauren Cheatle)। সাদা বলের ক্রিকেটে দাপিয়ে খেলেছেন গত কয়েক মরসুম। গত বছর অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেকও হয়েছে। সেই মেয়েই চামড়ার ক্যান্সারে আক্রান্ত হয়ে মেয়েদের প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন। ২৫ বছরের বাঁ হাতি বোলার টিমের গুরুত্বপূর্ণ সদস্য হবেন, এমন ভেবেই ৩০ লক্ষ টাকায় কেনা হয়েছিল তাঁকে। লরেন ছিটকে যাওয়ায় কিছুটা হলেও চাপে পড়ে গেল গুজরাট টিম।
এই নিয়ে দ্বিতীয়বার স্কিন ক্যান্সারে আক্রান্ত হলেন লরেন। ২০২১ সালে পায়ে এই কঠিন রোগ ধরা পড়েছিল। চামড়া বাদ দেওয়া হয় সে বার। এ বার ঘাড়ে ধরা পড়েছে ক্যান্সার। রোগ মুক্তির জন্য পরবর্তী চিকিৎসা চলছে লরেনের। এ বারই আইপিএলে প্রথম খেলতেন অজি ক্রিকেটার, তা হল না। শুধু তাই নয়, ক্যান্সারের পরবর্তী চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় মেয়েদের জাতীয় ক্রিকেট লিগও খেলতে পারবেন না। গত কয়েক বছর ধরে ক্যান্সারের পাশাপাশি চোট-আঘাতেও জর্জরিত লরেন। তিন কাঁধে চোট পেয়েছেন। সে সব সারিয়ে আবার ফিরেও এসেছিলেন ক্রিকেট মাঠে। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার একমাত্র টেস্ট ম্যাচেও খেলেছিলেন। কিন্তু উইকেট পাননি।
২০১৬ সালে মেলবোর্নে ভারতের বিরুদ্ধেই টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল লরেনের। তার পর থেকে মাত্র ১২টা কুড়ি-বিশের ম্যাচ খেলতে পেরেছেন। লরেনের চোটের ফলে গুজরাট একটু হলেও সমস্যায় পড়েছে। তাঁৎ বদলি হিসেবে কাকে নিতে চলেছে গুজরাট, তা অবশ্য পরিষ্কার নয়।