বিরাটকে সরিয়ে শীর্ষে বাবর

sushovan mukherjee |

Apr 14, 2021 | 3:09 PM

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে (ODI Series) দুরন্ত পারফর্ম করেন বাবর আজম (Babar Azam)। মোট ২২৮ রান করেন তিনি। শেষ ম্যাচে ৮২ বলে ৯৪ রান করেন। অতিরিক্ত ১৩ পয়েন্ট পেতেই বিরাটকে সিংহাসনচ্যুত করলেন পাক অধিনায়ক। ৮৬৫ পয়েন্ট সংগ্রহ করে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে বাবর আজম (Babar Azam)। ৮৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি (Virat Kohli)।

বিরাটকে সরিয়ে শীর্ষে বাবর
বিরাটকে সরিয়ে একে বাবর। ছবি: টুইটার

Follow Us

দুবাই: আইসিসির ক্রমতালিকায় শীর্ষস্থান থেকে নেমে গেলেন বিরাট কোহলি। বিরাটকে সরিয়ে ১ নম্বরে জায়গা করে নিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। আজই একদিনের ক্রিকেটের ক্রমতালিকা প্রকাশ করল বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা (ICC)।

আরও পড়ুন: IPL 2021: সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে (ODI Series) দুরন্ত পারফর্ম করেন বাবর আজম (Babar Azam)। মোট ২২৮ রান করেন তিনি। শেষ ম্যাচে ৮২ বলে ৯৪ রান করেন। অতিরিক্ত ১৩ পয়েন্ট পেতেই বিরাটকে সিংহাসনচ্যুত করলেন পাক অধিনায়ক। ৮৬৫ পয়েন্ট সংগ্রহ করে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে বাবর আজম (Babar Azam)। ৮৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি (Virat Kohli)। ৮২৫ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা। চতুর্থ পাক ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে শীর্ষস্থান দখল করলেন বাবর আজম। এর আগে শীর্ষে পৌঁছেছিলেন জাহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ এবং মহম্মদ ইউসুফ। এর আগে টি-টোয়েন্টির ক্রমতালিকায় এক নম্বরে উঠেছিলেন বাবর আজম। টি-টোয়েন্টিতে এখন তৃতীয় স্থানে বাবর। তাঁর আগে রয়েছেন মালান এবং ফিঞ্চ।

টেস্টে ৬ নম্বরে রয়েছেন বাবর আজম। এক ধাপ উপরে বিরাট কোহলি। টেস্টে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো ব্যাটিং করে প্রথম দশে ঢুকে পড়েছেন পাক ওপেনার ফখর জামান।

Next Article