AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Babar Azam : ‘আমরাই এক নম্বরে’, আফগানদের দুরমুশ করে হুঙ্কার বাবরের

আফগানিস্তানকে ৩ ম্যাচের ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে পাকিস্তান।

Babar Azam : 'আমরাই এক নম্বরে', আফগানদের দুরমুশ করে হুঙ্কার বাবরের
| Edited By: | Updated on: Aug 28, 2023 | 8:15 AM
Share

কলকাতা : আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে পাকিস্তান (Pakistan Cricket)। খাতায় কলমে পাকিস্তান এখন বিশ্বের সেরা ওডিআই টিম। পাক ক্যাপ্টেন বাবর আজম বর্তমানে এই ফরম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটার। সম্প্রতি আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে দুরমুশ করে এশিয়া কাপের দারুণ প্রস্তুতি সেরেছে পাকিস্তান ক্রিকেট দল। সব মিলিয়ে পাক ক্রিকেটে এখন খুশির হাওয়া। ড্রেসিংরুমে সবুজ রঙের কেক কেটে সাফল্য উদযাপন করেছে পাক ক্রিকেট টিম। বন্য উদযাপনের আগে গরমাগরম ভাষণ দিয়েছেন ক্যাপ্টেন বাবর (Babar Azam)। বাবর বলছেন, এশিয়া কাপের আগে এগুলো আরও আত্মবিশ্বাসী করে তুলেছেন তাঁদের। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পিসিবিকে দেওয়া সাক্ষাৎকারে বাবর বলেছেন, “আমরা অধীর আগ্রহে এশিয়া কাপের জন্য অপেক্ষা করছি। আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে জয় আমাদের প্রেরণা জোগায়। এই জয় সহজ ছিল না। সবাই জানে স্পিন কন্ডিশনে আফগানিস্তান কতটা ভয়ঙ্কর। এই সিরিজে যে ছন্দ পেয়েছি তা এশিয়া কাপে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আশা করছি অনুরাগীদের সামনে ভালো পারফরম্যান্স তুলে ধরব।” নিজের দেশে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ খেলে শ্রীলঙ্কায় আসতে হবে পাকিস্তানকে। কারণ এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি সেখানেই হবে।

এই সিরিজের পরই ওডিআই ব়্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে এসেছে পাকিস্তান। যা নিয়ে পাক ক্যাপ্টেন বলেছেন, “শীর্ষস্থানে পৌঁছলে সন্তুষ্টি আসে। সাপোর্ট স্টাফদের পাশাপাশি পুরো দলের প্রচেষ্টার ফল এটা। আমরা আগেও ওডিআই ব়্য়াঙ্কিংয়ের শীর্ষে ছিলাম। কিন্তু একটি প্রতিযোগিতায় হেরে যাওয়ার পর দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিলাম।” ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছনোর জন্য পিসিবির তরফে বাবরদের পুরস্কৃত করা হবে। প্রতিটি ক্রিকেটার ১০ লাখ টাকা পুরস্কার পাবেন বলে ঘোষণা করেছেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ। পাক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর।