AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia Cup 2023: এশিয়া কাপের আগে বিরাট ধাক্কা বাংলাদেশের, ছিটকে গেলেন লিটন দাস

Litton Das: এ বারের এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। এশিয়া কাপের জন্য তাঁর বদলির কথা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Asia Cup 2023: এশিয়া কাপের আগে বিরাট ধাক্কা বাংলাদেশের, ছিটকে গেলেন লিটন দাস
এশিয়া কাপের আগে বিরাট ধাক্কা বাংলাদেশের, ছিটকে গেলেন লিটন দাসImage Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 30, 2023 | 7:48 PM
Share

নয়াদিল্লি: এশিয়া কাপের (Asia Cup) বোধনের ঠিক আগেই বিরাট ধাক্কা খেল বাংলাদেশ (Bangladesh)। এ বারের এশিয়া কাপ থেকে থেকে ছিটকে গেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। আজ, ৩০ অগস্ট এশিয়া কাপের বোধন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান এবং নেপাল। আগামিকাল, শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ যাত্রা শুরু হবে সাকিব আল হাসানের বাংলাদেশের। তার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভাইরাল জ্বর হওয়ায় দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারবেন না লিটন দাস (Litton Das)। তাঁর বদলি ক্রিকেটারের নামও ঘোষণা করেছে বিসিবি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার লিটন দাসের বদলি হিসেবে এশিয়া কাপের জন্য বাংলাদেশ টিমে নেওয়া হয়েছে এনামুল হককে। তিনি ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে শেষ ওডিআইতে খেলেছিলেন। বুধবার তিনি দলের সঙ্গে যোগ দেবেন। ৩০ বছর বয়সী ডান হাতি ব্যাটার এনামুল দেশের হয়ে ৪৪টি ওডিআইতে ১২৫৪ রান করেছেন। এই ফর্ম্যাটে তাঁর রয়েছে ৩টি শতরান।

দীর্ঘদিন জাতীয় দলে ওডিআইতে খেলার সুযোগ পাননি এনামুল। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে পুরনো ফর্মে পাওয়া গিয়েছে তাঁকে। আবাহনীর হয়ে তিনি ১৬টি ম্যাচে ৮৩৪ রান করেন। করেন ৩টি সেঞ্চুরি। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারও হন তিনি। ঘরোয়া ক্রিকেট ভালো পারফর্ম করার কারণেই জাতীয় দলে ফিরলেন এনামুল। এ কথা স্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। তিনি বলেন, ‘এনামুল হক ঘরোয়া ক্রিকেটে রান করার পাশাপাশি বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে ভালো ফর্মে ছিল। ও বরাবর আমাদের ভাবনাতেও ছিল। লিটন দাস দলে না থাকায় টপ অর্ডারে একজন ভালো ব্যাটারের প্রয়োজন। যে কিপিংও করতে পারে। তাই এনামুলকে সুযোগ দেওয়া হয়েছে।’

১৯৮৪ থেকে ২০১৮ সাল অবধি ৫০ ওভারের ফর্ম্যাটের এশিয়া কাপে মোট ৪৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাতে টাইগার্সদের জয় ৭টি, হার ৩৬টি ম্যাচে। বর্তমানে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের ৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। ৫০ ওভারের এশিয়া কাপে ২০১২ এবং ২০১৮ সালে রানার্স হয়েছিল বাংলাদেশ। এ ছাড়া ২০১৬ এশিয়া কাপে (টি-টোয়েন্টি ফর্ম্যাটে) ভারতের কাছে হেরে রানার্স হয় বাংলাদেশ। ২০২২ সালের এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এ বার দেখার টাইগার্সরা কতদূর এগোতে পারে এই টুর্নামেন্টে।