BBC Presenter Flirting : লাইভ সম্প্রচারে মহিলা ক্রিকেটারকে ‘বার্বি’ সম্বোধন, বিপাকে বিবিসি সঞ্চালক

অস্ট্রেলিয়ার ক্রিকেটার মেইটলান ব্রাউনকে 'বার্বি' বলে ডেকে ওঠেন বিবিসির সঞ্চালক ক্রিস হিউজ। এমন আচরণ মোটেও ভালো চোখে দেখেনি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন।

BBC Presenter Flirting : লাইভ সম্প্রচারে মহিলা ক্রিকেটারকে 'বার্বি' সম্বোধন, বিপাকে বিবিসি সঞ্চালক
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 7:00 AM

লন্ডন : সুন্দরী ক্রিকেটারের সাক্ষাৎকার নিচ্ছিলেন। কিন্তু সাক্ষাৎকার পর্বে পেশাদারিত্ব বজায় রাখতে পারলেন না বিবিসির সঞ্চালক ক্রিস হিউজ। ক্যামেরার সামনে ক্রিকেটারকে ‘বার্বি’ সম্বোধন করে বসলেন। এমন ডাকে অস্ট্রেলিয়ার ক্রিকেটার মেইটলান ব্রাউন অপ্রস্তুতিতে পড়ে যান। লজ্জায় লাল হয়ে ওঠেন। মহিলা ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ মেনে নিতে পারেননি দর্শকরাও। লাইভ চলাকালীন অজি ক্রিকেটারের সঙ্গে ফ্লার্ট করতে গিয়ে বিপাকে পড়েছেন ওই সঞ্চালক। প্রবল সমালোচনা চলছে তাঁর। অতীতে এমন আচরণ মোটেও বরদাস্ত করা হবে না বলে জানিয়ে সতর্ক করে দিয়েছে বিবিসি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ম্যাচের প্রথম ইনিংসের সময় সাউদার্ন ব্রেবের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মেইটলান ব্রাউনের সাক্ষাৎকার নিচ্ছিলেন ক্রিস হিউজ। সাক্ষাৎকারের শুরুতেই ক্রিকেটারকে ‘ব্যাটসম্যান’ বলে দেন। এরপর মেইটলান কথায় কথায় বলেন, টিম বন্ডিংয়ের জন্য আগের দিন রাতে তাঁরা বার্বি সিনেমাটি দেখতে গিয়েছিলেন। ব্রাউনের কথা শেষ হতেই হিউজ বলে ওঠেন, “ওই নীল চোখে আপনি নিজেই একজন বার্বি।” শুনে মহিলা ক্রিকেটার হাসতে থাকেন। সঞ্চালক তারপরও বলেন, ‘আপনি লজ্জায় লাল হয়ে গিয়েছেন।’

দর্শকরা সঞ্চালকের মন্তব্য নিয়ে আপত্তি তোলেন। বিশেষ করে মহিলারা এর জোর সমালোচনা করেন। সঞ্চালকের পাশাপাশি দর্শকদের তোপের মুখে পড়ে বিবিসি। ২৪ ঘণ্টা ধরে এই নিয়ে তোলপাড় চলে ক্রিকেট বিশ্বে। বিতর্কের মুখে পড়ায় সঞ্চালককে ধমক দিয়ে সতর্ক করে দিতে বাধ্য হয় সম্প্রচারকারী চ্যানেল।