Richest Cricket Board: কাড়ি কাড়ি টাকা BCCI-এর, বিশ্বের ধনী বোর্ডের তালিকায় কোন দেশ কোথায়?
BCCI Net Worth: আইসিসি দ্বারা স্বীকৃত মোট ১০৮টি দেশে ক্রিকেট খেলা হয়। তার মধ্যে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডের অবস্থা কেমন জানেন?
কলকাতা: বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশেই ক্রিকেট খেলা হয়। মোট ১০৮টি দেশে ক্রিকেট খেলা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দ্বারা স্বীকৃত হয়েছে। যার মধ্যে ১২টি দেশ পূর্ণ এবং ৯৬টি সহযোগী সদস্য রয়েছে। বিশ্বের মোট ১০৮টি ক্রিকেট বোর্ডের মধ্যে সবচেয়ে ধনী বিসিসিআই (BCCI)। ক্রিকেট প্রেমীরাও কম বেশি সকলেই জানেন বিসিসিআইয়ের প্রভাব সবচেয়ে বেশি। কারণ, বিসিসিআই ১০ ক্রিকেট বোর্ডের ৮৫% আয় করে। যার ফললে বিসিসিআইকে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডও বলা হয়। আয়ের দিক থেকে সবচেয়ে ধনী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাকি কোন দেশ রয়েছে কোথায়?
ভারতকে ক্রিকেট পাগল দেশ বলা হয়। প্রতিটি দেশ ভারতের বিরুদ্ধে খেলতে চায়, কারণ তারা টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেললে তা থেকে ভালো অর্থ উপার্জন করে। মিডিয়া রিপোর্ট অনুসারে, বিসিসিআই-এর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২.২৫ বিলিয়ন ডলার অর্থাৎ ১৮,৭০০ কোটি টাকা। যা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের চেয়ে ২৮ গুণ বেশি।
বিসিসিআইয়ের এই বিপুল পরিমাণ আয়ের সবচেয়ে বড় কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, যার ফলে বিসিসিআইয়ের আয়ও ব্যাপকভাবে বাড়ছে। বিসিসিআই ২ বছর হল উইমেন্স প্রিমিয়ার লিগও চালু করেছে, যার কারণে বিসিসিআইয়ের আয় আরও বেড়েছে।
এক ঝলকে দেখে নিন বিশ্বের ১০টি ধনী ক্রিকেট বোর্ডের তালিকা—
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI): প্রায় $2.25 বিলিয়ন ডলার অর্থাৎ ১৮ হাজার ৭০০ কোটি টাকা।
- ক্রিকেট অস্ট্রেলিয়া (CA): প্রায় 79 মিলিয়ন ডলার অর্থাৎ ৬৬০ কোটি টাকা।
- ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB): প্রায় $59 মিলিয়ন অর্থাৎ ৪৯২ কোটি টাকা।
- পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি): প্রায় 55 মিলিয়ন ডলার অর্থাৎ ৪৫৯ কোটি টাকা।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি): প্রায় 51 মিলিয়ন ডলার অর্থাৎ ৪২৬ কোটি টাকা।
- ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ): প্রায় 47 মিলিয়ন ডলার অর্থাৎ ৩৯২ কোটি টাকা।
- জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড (ZCB): প্রায় $38 মিলিয়ন অর্থাৎ ৩১৭ কোটি টাকা।
- শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (SLC): প্রায় 20 মিলিয়ন ডলার অর্থাৎ ১৬৭ কোটি টাকা।
- ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (WICB): প্রায় 15 মিলিয়ন ডলার অর্থাৎ ১২৫ কোটি টাকা।
- নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (NZC): প্রায় 9 মিলিয়ন ডলার অর্থাৎ ৭৫ কোটি টাকা।