চণ্ডীগড়ের কাছে হেরে চাপে বাংলা

sushovan mukherjee |

Feb 23, 2021 | 6:18 PM

টসে জিতে বাংলাকে শুরুতে ব্যাট করতে পাঠায় চণ্ডীগড়। জগজিৎ সিং সাঁধু, গৌরব গম্ভীরদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলার টপ অর্ডার। সার্ভিসেস ম্যাচে রান পাওয়া অনুষ্টুপ, কাইফ আহমেদরা এ দিন দ্রুত সাজঘরে ফিরে যান।

চণ্ডীগড়ের কাছে হেরে চাপে বাংলা
বিজয় হাজারেতে হার বাংলার। ছবি: বিসিসিআই

Follow Us

কলকাতা: বাংলা আছে বাংলাতেই। বাংলা ক্রিকেট দলের সেই ব্যর্থতার ট্র্যাডিশন এখনও চলছে। ধারাবাহিকতার অভাবে বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম্যাচেই হার বাংলার। সার্ভিসেসকে হারানোর পরই মুখ থুবড়ে পড়লেন অনুষ্টুপরা। ইডেনে চণ্ডীগড়ের কাছে ৫ উইকেটে হারল বাংলা।

 

টসে জিতে বাংলাকে শুরুতে ব্যাট করতে পাঠায় চণ্ডীগড়। জগজিৎ সিং সাঁধু, গৌরব গম্ভীরদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলার টপ অর্ডার। সার্ভিসেস ম্যাচে রান পাওয়া অনুষ্টুপ, কাইফ আহমেদরা এ দিন দ্রুত সাজঘরে ফিরে যান। ওপেনার বিবেক সিং আউট হন ১২ রানে। শ্রীবৎস গোস্বামী করেন ৩৫ রান। অভিমন্যু ঈশ্বরন ৩৫, অনুষ্টুপ ১ এবং কাইফ আহমেদ ২০ রান করেন। চণ্ডীগড়ের বোলিং আক্রমণের বিরুদ্ধে একা লড়াই চালান শাহবাজ আহমেদ। ৬৬ বলে ৫৯ রান করেন শাহবাজ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে বাংলা। গৌরব গম্ভীর, বিপুল শর্মা এবং গুরিন্দর সিং ২টি করে উইকেট সংগ্রহ করেন।

আরও পড়ুন: দিন রাতের টেস্টের জন্য তৈরি রুটের দল

জবাবে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় চণ্ডীগড়। আর্সলান খান, অধিনায়ক মনন ভোরা এবং শিবম ভাম্বরির চওড়া ব্যাটে ভর করে অনায়াসে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় চণ্ডীগড় ক্রিকেট দল। শিবম ভাম্বরি ৭১ রানে অপরাজিত থাকেন। আর্সলান খান আউট হন ৮৮ রানে। বাংলার হয়ে ২ উইকেট নেন আকাশদীপ। ১টি করে উইকেট নেন শাহবাজ আর ঋত্বিক চট্টোপাধ্যায়।২৫ তারিখ সৌরাষ্ট্রের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ বাংলার।

Next Article