AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shikhar Dhawan: জন্মদিনে কাছে নেই ছেলে, সোশ্যাল মিডিয়ায় অভিমানী পোস্ট ধাওয়ানের

Shikhar Dhawan On Son's Birthday: আয়েশার সঙ্গে সম্পর্ক তিক্ততার চরমে পৌঁছয়। মামলা গড়ায় কোর্ট পর্যন্ত। স্ত্রীয়ের বিরুদ্ধে মানসিক নির্যাতনে অভিযোগ করে বিবাহবিচ্ছেদেরল মামলা করেন শিখর ধাওয়ান। অবশেষে আইনি পথে ছাদ আলাদা হয়। ছেলে জোরাবর থাকে মায়ের কাছে। ছেলের সঙ্গে দেখা করার উপায় পর্যন্ত নেই। তাই ছেলের জন্মদিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই শুভেচ্ছাবার্তা পৌঁছে দিলেন শিখর। ছেলের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট পঞ্জাব কিংস অধিনায়কের। কী লিখলেন শিখর?

Shikhar Dhawan: জন্মদিনে কাছে নেই ছেলে, সোশ্যাল মিডিয়ায় অভিমানী পোস্ট ধাওয়ানের
জন্মদিনে কাছে নেই ছেলে,
| Updated on: Dec 26, 2023 | 4:03 PM
Share

কলকাতা: ভালোবেসে প্রবাসী বাঙালি আয়েশা মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। তবে খুব বেশিদিন একসঙ্গে সংসার করা হয়নি। আয়েশার সঙ্গে সম্পর্ক তিক্ততার চরমে পৌঁছয়। মামলা গড়ায় কোর্ট পর্যন্ত। স্ত্রীয়ের বিরুদ্ধে মানসিক নির্যাতনে অভিযোগ করে বিবাহবিচ্ছেদেরল মামলা করেন শিখর ধাওয়ান। অবশেষে আইনি পথে ছাদ আলাদা হয়। ছেলে জোরাবর থাকে মায়ের কাছে। ছেলের সঙ্গে দেখা করার উপায় পর্যন্ত নেই। তাই ছেলের জন্মদিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই শুভেচ্ছাবার্তা পৌঁছে দিলেন শিখর। ছেলের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট পঞ্জাব কিংস অধিনায়কের। কী লিখলেন শিখর? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দূরে থাকলেও ছেলে জোরাবীর প্রত্যেক মুহূর্তে তাঁর মনের মধ্যে থাকেন। ছেলের ১০ বছরের জন্মদিনট একসঙ্গে কাটানো হল না। শুধু তাই নয়, সব জায়গা থেকে ব্লকড থাকার কারণে বিশেষ দিনে একবার ছেলের সঙ্গে সরাসরি কথা বলারও সুযোগ পাননি। তাই মনের চাপা আবেগ প্রকাশের জন্য সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করলেন শিখর। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “এক বছর হতে চলল তোমায় সামনে থেকে দেখিনি। আর তিন মাস হতে চলল আমি সব জায়গা থেকে ব্লকড। তোমার সঙ্গে কথা বলার উপায় নেই। তাই এখানেই লিখলাম, শুভ জন্মদিন।” ছেলেকে কাছে না পেয়ে আবেগে ভাসছেন শিখর।

পোস্টের শেষে লেখেন, “পাপা তোমায় রোজ মিস করে। তোমায় সবসময় অনুভব করে। অনেক বড় হও। দুষ্টুমি করতে থাকো, তবে খুব বেশি নয়। পাপা তোমায় নিয়ে গর্ববোধ করে। একদিন আবার দেখা হবে। সেই দিনটার অপেক্ষায় রইলাম।” ছেলেকে তিনি রোজই চিঠি লেখেন, সে কথাও জানান পঞ্জাব অধিনায়ক। পোস্টের শেষে যোগ করেন, “তুমি জানতে পারো না, আমি রোজই তোমার সঙ্গে কথা বলি। তোমায় চিঠি লিখি। তোমার বেড়ে ওঠাকে অনুভব করি।”