IND vs AUS: রুদ্ধদ্বার অনুশীলন চায়নি ভারতীয় টিম, অস্ট্রেলিয়া মিডিয়ার দাবিতে চাঞ্চল্য

Border-Gavaskar Trophy: সমর্থকদের প্র্যাক্টিস দেখাও বারণ। এমনকি শুক্রবার থেকে রবিবার নিজেদের মধ্যে তিনদিনের প্র্যাক্টিস ম্যাচও খেলার কথা ভারতের। অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, এই ম্যাচও দেখার অনুমতি নেই ক্রিকেট প্রেমীদের। যা নিয়ে জটিলতা বাড়ছে। ভারতীয় শিবিরের তরফে অন্য দাবি।

IND vs AUS: রুদ্ধদ্বার অনুশীলন চায়নি ভারতীয় টিম, অস্ট্রেলিয়া মিডিয়ার দাবিতে চাঞ্চল্য
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Nov 13, 2024 | 7:46 PM

পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি। ২২ নভেম্বর পারথে প্রথম টেস্ট। ভারতীয় টিম অস্ট্রেলিয়ার পৌঁছে অনুশীলনও করছে। ওয়াকায় যে মাঠে ভারতের অনুশীলন, কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে পুরো জায়গা। অস্ট্রেলিয়া মিডিয়া দাবি করেছিল, ভারতীয় দলের তরফেই রুদ্ধদ্বার অনুশীলনের অনুরোধ করা হয়েছিল। সে কারণেই সমর্থকদের প্র্যাক্টিস দেখাও বারণ। এমনকি শুক্রবার থেকে রবিবার নিজেদের মধ্যে তিনদিনের প্র্যাক্টিস ম্যাচও খেলার কথা ভারতের। অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, এই ম্যাচও দেখার অনুমতি নেই ক্রিকেট প্রেমীদের। যা নিয়ে জটিলতা বাড়ছে। ভারতীয় শিবিরের তরফে অন্য দাবি।

বুধবার ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকা দাবি করেছিল, ওয়াকা গ্রাউন্ডের সংস্কারের দায়িত্বে থাকা সংস্থার শীর্ষকর্তা তাদের কর্মীদের মেইল করেছিলেন তাঁরা যেন প্র্যাক্টিস না দেখেন। এমনকি ছবি তোলা কিংবা ভারতের নেটের সময় ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞার কথাও নাকি বলেছেন। অজি সংবাদপত্রের রিপোর্টে সেই মেইলের ভিত্তিতেই দাবি করা হয়েছিল, ‘ট্রেনিং সেশনের সময় ছবি, ভিডিয়ো, ড্রোন ওড়ানো, অনুশীলন দেখা সব বারণ।’ শুধু তাই নয়, ভারতের প্র্যাক্টিস ম্যাচের ক্ষেত্রেও এমন নিয়ম যেন মানা হয়, সে দিকে নজর রাখতে বলা হয়েছে।

সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, এক কর্তা তাদের উল্টোটাই বলেছেন। নামপ্রকাশে অনিচ্ছুক সেই কর্তা বলেন, ‘ভারতীয় দল কিংবা ভারত এ দল এমন কোনও অনুরোধ করেনি। অন্তত সরকারি ভাবে রুদ্ধদ্বার অনুশীলনের কোনও বার্তা আসেনি। প্র্যাক্টিস সেশন সকলেই দেখতে পারে। এমনকি ভারত এবং অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম এটি কভারও করতে পারে। এখনও অবধি কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি।’

এই খবরটিও পড়ুন

তিন দিনের যে প্র্যাক্টিস ম্যাচ হবে তার জন্য ভারত এ দলও পারথে পৌঁছে গিয়েছে। যেহেতু এটি কোনও সরকারি ম্যাচ নয়, তাই নিয়মেও অনেক শিথিলতা রয়েছে। অনেক জনই ব্যাটিং করতে পারেন। কোনও ব্য়াটার আউট হলেই তাঁকে ক্রিজ ছাড়তে হবে তা নয়। টিম ম্যানেজমেন্ট চাইছে, মহম্মদ সিরাজ-আকাশ দীপদের বিরুদ্ধে সেন্টার পিচে বেশি ব্যাটিংয়ের সুযোগ পাক বিরাটরা।

চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?