Cricket World Record: ওয়ান ডে ফরম্যাটে দ্রুততম ডাবল, ভারতের ব্যাটারকে ছাপিয়ে বিশ্ব রেকর্ড

Fastest Double-Century: শ্যাড বোয়েস কেরিয়ারের শততম লিস্ট এ ম্যাচে নেমেছিলেন। ম্যাচটি রেকর্ডে স্মরণীয় করে রাখলেন। ২৭টি বাউন্ডারি এবং সাতটি ছয় মেরেছেন তিনি। শেষ অবধি ১১০ বলে ২০৫ রানে আউট হন শ্যাড। তার আগেই রেকর্ড গড়ে ফেলেছেন।

Cricket World Record: ওয়ান ডে ফরম্যাটে দ্রুততম ডাবল, ভারতের ব্যাটারকে ছাপিয়ে বিশ্ব রেকর্ড
Image Credit source: Canterbury Cricket X
Follow Us:
| Updated on: Oct 23, 2024 | 5:32 PM

ওয়ান ডে ফরম্যাটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন কিউয়ি ক্রিকেটার শ্যাড বোয়েস। লিস্ট এ ক্রিকেটে বিশ্ব রেকর্ড। এ দিন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট ফোর্ড ট্রফিতে মুখোমুখি হয়েছিল ক্যান্টারবেরি এবং ওটাগো। ওয়ান ডে ফরম্যাটের ম্যাচ। ক্যান্টারবেরির ব্যাটার শ্যাড বোয়েস মাত্র ১০৩ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ অবধি ১১০ বলে ২০৫ রানে আউট হন শ্যাড। তার আগেই রেকর্ড গড়ে ফেলেছেন। লিস্ট এ ক্রিকেটে (৫০ ওভারের ঘরোয়া ক্রিকেট) দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বাঁ হাতি ব্যাটার ট্রাভিস হেড ও ভারতের নারায়ণ জগদীশনের। তাঁদের রেকর্ড ভেঙে দিলেন কিউয়ি ব্যাটার।

লিস্ট এ ক্রিকেটে ১১৪ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ট্রাভিস হেড এবং নারায়ণ জগদীশন। অস্ট্রেলিয়ার বাঁ হাতি ব্যাটার ট্রাভিস হেড ২০২১-২০২২ মার্শ কাপে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন। অন্য দিকে, ভারতের কিপার ব্যাটার নারায়ণ জগদীশন তামিলনাডুর হয়ে ২০২২ সালের বিজয় হাজারে ট্রফিতে অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে ২৭৭ রানের বিশাল ইনিংস খেলেছিলেন।

শ্যাড বোয়েস কেরিয়ারের শততম লিস্ট এ ম্যাচে নেমেছিলেন। ম্যাচটি রেকর্ডে স্মরণীয় করে রাখলেন। ২৭টি বাউন্ডারি এবং সাতটি ছয় মেরেছেন তিনি। রেকর্ড নিয়ে শ্যাড বলছেন, ‘আগামী কয়েকদিন আমার হয়তো ঘোরের মধ্যে কাটবে। মানে হঠাৎ কী করে ফেলেছি, এখনও বুঝে উঠতে পারিনি। এরকম ইনিংস পরিকল্পনা করে খেলা যায় না। কেউ চেষ্টা করে করতে পারে না। এগুলো হয়ে যায়।’ শ্যাড বোয়েস-এর রেকর্ড ইনিংসে ক্যান্টারবেরি ৯ উইকেটে ৩৪৩ রান করে।