ICC World Cup 2023: গ্রুপ পর্ব শেষ, শীঘ্রই চ্যাম্পিয়ন পাওয়ার পালা; রইল বিশ্বকাপের নকআউট পর্বের সূচি
ICC ODI World Cup 2023: একদিনের বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে ১৮ পয়েন্ট এসেছে ভারতের ঝুলিতে। রোহিতের টিম ইন্ডিয়া এ বারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালিস্ট হয়েছিল। তারপর গ্রুপ পর্বে ১৪ পয়েন্ট নিয়ে শেষ করা দক্ষিণ আফ্রিকা হয় দ্বিতীয় সেমিফাইনালিস্ট। অজিদের পয়েন্টও ১৪। কিন্তু নেট রানরেটে তারা দক্ষিণ আফ্রিকার থেকে পিছিয়ে। আর বিশ্বকাপের চতুর্থ সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড।

কলকাতা: জমজমাটি বিশ্বকাপ (ICC World Cup 2023) শেষের পথে। গ্রুপ পর্বের ৪৫টি ম্যাচ হয়ে গিয়েছে। রবিবার বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসকে হারিয়ে ‘নয়ে নয়’ করেছে মেন ইন ব্লু। এ বার শীঘ্রই বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়ার পালা। ভারতে চলতি বিশ্বকাপে মোট ১০ দল অংশ নিয়েছিল। দেশের ১০ শহরে ঘুরে ঘুরে গ্রুপ পর্বে ৯টি করে ম্যাচ খেলেছিল ১০টি দল। শেষ অবধি সেমিফাইনালে ওঠা চার দল হয়েছে – ভারত (India), দক্ষিণ আফ্রিকা (South Africa), অস্ট্রেলিয়া (Australia) ও নিউজিল্যান্ড (New Zealand)। এ বার বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়ার পালা। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন বিশ্বকাপের নকআউট পর্বের সূচি।
একদিনের বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে ১৮ পয়েন্ট এসেছে ভারতের ঝুলিতে। রোহিতের টিম ইন্ডিয়া এ বারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালিস্ট হয়েছিল। তারপর গ্রুপ পর্বে ১৪ পয়েন্ট নিয়ে শেষ করা দক্ষিণ আফ্রিকা হয় দ্বিতীয় সেমিফাইনালিস্ট। অজিদের পয়েন্টও ১৪। কিন্তু নেট রানরেটে তারা দক্ষিণ আফ্রিকার থেকে পিছিয়ে। আর বিশ্বকাপের চতুর্থ সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট ১০। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের শেষে পয়েন্ট টেবলের শীর্ষস্থানে থাকা দল সেমিফাইনালে খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিরুদ্ধে। আর দ্বিতীয় স্থানে থাকা দলের প্রতিপক্ষ হবে তিন নম্বরে থাকা দল। সেই অনুযায়ী, এ বারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হবে রোহিত শর্মার ভারত ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের মধ্যে। এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা এবং প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার মধ্যে। দুটি সেমিফাইনাল মিটলেই হবে ফাইনাল। সেখানেই পাওয়া যাবে এ বারের বিশ্ব চ্যাম্পিয়ন।
এক ঝলকে দেখে নিন ওডিআই বিশ্বকাপের নকআউট পর্বের সূচি —
- সেমিফাইনাল ১ – ভারত বনাম নিউজিল্যান্ড (১৫ নভেম্বর), মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
- সেমিফাইনাল ২ – দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া (১৬ নভেম্বর), কলকাতার ইডেন গার্ডেন্সে।
- ফাইনাল – প্রথম সেমিফাইনালের জয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল (১৯ নভেম্বর), আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।





