আইপিএলে পুরনো হেয়ারস্টাইলে ফিরছেন ধোনি, কারণ জানেন?
Mahendra Singh Dhoni: ধোনির সেই হেয়ারস্টাইল ক্রিকেটপ্রেমীদের কাছে এক অন্য নস্টালজিয়া। এ বার কিছুটা সেই পুরনো অবতারেই ধরা দিতে চলেছেন মাহি। হুবহু না হলেও চুল বাড়িয়ে কিছুটা আগের মতো হেয়ারস্টাইল করছেন ধোনি। তাঁর হেয়ারস্টাইলিস্ট আলিম খানই এই হেয়ারস্টাইলোর নেপথ্যের কারণ খোলসা করেছেন।
কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ক্রিকেটের সম্পর্ক এখন শুধুই হলুদ সুঁতোয় বাধা। মাহির ব্যাটের ঝলক দেখার জন্য সারাবছর ধরে অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। এ বার অপেক্ষার অবসান হতে চলেছে। নতন বছরের শেষের দিকেই চেন্নাই সুপার কিংসের জার্সিতে নিজেকে মেলে ধরতে চলেছেন ধোনি। তবে এ বার থাকছে নতুন চমক। সেই পুরনো অবতারে ধরা দেবেন তিনি। সেই সিগনেচর হেয়ারস্টাইলে দেখা যাবে মাহিকে। কেন পুরনো হেয়ারস্টাইলে ফিরছেন ক্যাপ্টেন কুল? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ধোনির সেই বিখ্যাত হেয়ারস্টাইল মনে আছে? সেই হেয়ারস্টাইল একসময় ভীষণভাবে বিখ্যাত ছিল। ছেলেপিলেরা ধোনির মতো চুল করতে সেলুনে ভিড় জমাত। ধোনির সেই হেয়ারস্টাইল ক্রিকেটপ্রেমীদের কাছে এক অন্য নস্টালজিয়া। এ বার কিছুটা সেই পুরনো অবতারেই ধরা দিতে চলেছেন মাহি। হুবহু না হলেও চুল বাড়িয়ে কিছুটা আগের মতো হেয়ারস্টাইল করছেন ধোনি। তাঁর হেয়ারস্টাইলিস্ট আলিম খানই এই হেয়ারস্টাইলোর নেপথ্যের কারণ খোলসা করেছেন।
ইনস্টাগ্রামে ধোনির ছবি শেয়ার করে আলিম লেখেন, “ধোনির মতো মানুষের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। আইপিএলের আগে যখন সবাই চুল ছোট করতে ব্যস্ত, তখন একটি পুরনো ছবি দেখিয়ে মাহি বলেন, তাঁর এরকম বড় চুল চাই। আমিও সেই মতোই তাঁকে পরামর্শ দিই। সেভাবেই হেয়ারস্টাইল করি।” শোনা গিয়েছে, এক ফ্যানের আঁকা ছবি মনে ধরেছিল মাহির। তাই বড় চুলে খেলতে অসুবিধা হলেও ফ্যানেদের পছন্দের কথা মাথায় রেখেই ফের পুরনো অবতারে ধরা দিতে চান মাহি। হাতে আর কয়েক মাস তারপরই হলুদ জার্সিতে চেনা ঝলকের সঙ্গে মঞ্চ মাতাতে আসছেন মাহি।