Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubham Dubey, IPL 2024 Auction : অভাবের সংসার, পানের দোকান চালাতেন বাবা, ছেলে রাতারাতি কোটিপতি!

IPL 2024 Auction: ভাগ্য যে কখন কাকে কোথায় পৌঁছে দেয় তা আরও এক বার প্রমাণ করে দিলেন ঘরোয়া ক্রিকেট তারকা শুভম দুবে। বেস প্রাইস ছিল ২০ লক্ষ। তবে সেখান থেকে কোটির ঘরে পৌঁছতে বেশি সময় লাগানি। নিলাম ঘরে শুভকে নিয়ে যে এ ভাবে দর কষাকষি চলবে তা বোধ হয় আঁচ করতে পারেননি কেউই।

Shubham Dubey, IPL 2024 Auction : অভাবের সংসার, পানের দোকান চালাতেন বাবা, ছেলে রাতারাতি কোটিপতি!
শুভম দুবেImage Credit source: ছবি: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 2:24 PM

কলকাতা: আইপিএল নিলামের (IPL 2024 Auction) অন্যতম চমকের নাম শুভম দুবে। ভাগ্য যে কখন কাকে কোথায় পৌঁছে দেয় তা আরও এক বার প্রমাণ করে দিলেন ঘরোয়া ক্রিকেট তারকা শুভম দুবে (Shubham Dubey)। বেস প্রাইস ছিল ২০ লক্ষ। তবে সেখান থেকে কোটির ঘরে পৌঁছতে বেশি সময় লাগানি। নিলাম ঘরে শুভমকে নিয়ে যে এ ভাবে দর কষাকষি চলবে তা বোধ হয় আঁচ করতে পারেননি কেউই। বাড়তে-বাড়তে শেষমেশ দর গিয়ে পৌঁছয় ৫.৮ কোটিতে। এ বার রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ করবেন উত্তরপ্রদেশের শুভম। নিলামের পর স্বাভাবিকভাবেই আনন্দ বাধ মানছে না তাঁর। অভাবের সংসার। পান বিক্রি করে ছেলেকে মানুষ করেছন তাঁর বাবা।  এ বার অভাবের সংসারে বাতি জ্বালাবেন শুভম।  আইপিএলে সুযোগ পেয়ে কী বলছেন তিনি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএলের নিলামের পর রাতারাতি শিরোনামে উঠে এসেছেন উত্তরপ্রদেশের বাঁ-হাতি ব্যাটার শুভম দুবে। পুরো নাম শুভম বদ্রীপ্রসাদ দুবে। বয়স ২৯। বিদর্ভের হয়ে খেলেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফিনিশার নামে পরিচিত শুভম। মুস্তাক আলি ট্রফিতেও নজর কাড়া পারফরম্যান্স। ২০২১ সাল থেকে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন তিনি। সেখান থেকেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে পড়েন শুভম। নিলাম ঘরে শুরু থেকেই শুভমের জন্য ঝাঁপিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। শুভমের জন্য কোটি-কোটি টাকার বাজি ধরেন প্রীতি জিন্টারা। অবশেষে ৫.৮ কোটি টাকায় শুভমকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। শুভমের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। সহজ অঙ্ক বলছে, বেস প্রাইসের চেয়ে ২৯ গুণ বেশি দর পেয়েছেন উত্তরপ্রদেশের এই ব্য়াটার।

ছেলেবেলা থেকে অভাবই ছিল নিত্যসঙ্গী।  শুভমের বাবার একটা ছোট্ট পানের দোকান ছিল। স্বল্প উপার্জনেই ছেলেকে বড় করে তুলেছেন তিনি। একসময় ছেলেেক গ্লাভস কিনে দেওায়ার টাকা ছিল না শুভমের বাবার কাছে। এমনও দিন গিয়েছে যখন ছেলেবেলার কোচের কাছ থেকে ধার করে গ্লাভস পরতে হয়েছে। তবে স্বপ্ন দেখতে ভোলেননি শুভম। ছেঁড়া কাঁথায় শুয়েও ‘কোটি’ টাকার স্বপ্ন দেখা যায়। আর সেই স্বপ্নও যে পূরণ হয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন শুভম। তবে রাতারাতিযে কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবেন তা নিজেও ভাবতে পারেরনি শুভম। নিলামের পর বলেন, “আশা ছিল আইপিএলে সুযোগ পাবো। কিন্তু এক টাকা যে পাবো তা ভাবতে পারিনি। স্বপ্ন পূরণ হল। সত্যিই ভালো লাগছে। ” সামনে বড় পরীক্ষা শুভমের। এ বার বাবার বুড়ো বয়সের লাঠি হবেন শুভম।