টেস্ট ক্রিকেটে অবসর নেওয়ার পর কেঁদে ফেলেছিলেন ধোনি!

Dec 30, 2023 | 5:05 PM

Mahendra Singh Dhoni Test Cricket: টেস্ট ক্রিকেটকে অবশ্য তারও অনেক আগেই বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা করেন। আজকের দিনেই সেই গুরুত্বপূর্ণ এবং কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন মাহি। ৯ বছর আগে এই সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন ছিল, তারই যেন ইঙ্গিত চেন্নাই সুপার কিংসের পোস্টে।

টেস্ট ক্রিকেটে অবসর নেওয়ার পর কেঁদে ফেলেছিলেন ধোনি!
Image Credit source: X

Follow Us

কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। সীমিত ওভারের ক্রিকেটে দেশের জার্সিতে খেলেছেন ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপ অবধি। এর এক বছর পর অবসরের কথা সোশ্যাল মিডিয়ায় জানান। টেস্ট ক্রিকেটকে অবশ্য তারও অনেক আগেই বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা করেন। আজকের দিনেই সেই গুরুত্বপূর্ণ এবং কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন মাহি। ৯ বছর আগে এই সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন ছিল, তারই যেন ইঙ্গিত চেন্নাই সুপার কিংসের পোস্টে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কেরিয়ারে ৯০টি টেস্ট খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। যে ফর্মে ছিলেন তাতে একশো টেস্ট খেলা কোনও ব্যাপারই ছিল না তাঁর পক্ষে। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের মাঝেই এমন সিদ্ধান্ত। ৯০ ম্যাচে ৪৮৭৬ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাটিং গড় ৩৮-এর বেশি। আধডজন সেঞ্চুরিও রয়েছে। সর্বাধিক স্কোর ২২৪। টেস্ট ক্রিকেটে অবসরের সিদ্ধান্ত কতটা কঠিন ছিল? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি টিম চেন্নাই সুপার কিংস একটি ছবি শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে ধোনি কাঁদছেন!

ক্রিকেট মাঠে ধোনির অন্যতম পছন্দের সতীর্থ সুরেশ রায়না। মাঠের বাইরেও তাঁর সঙ্গে রায়নার দারুণ সম্পর্ক। জাতীয় দলের পাশাপাশি আইপিএলেও চেন্নাই সুপার কিংসে দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন ধোনি ও রায়না। চেন্নাই সুপার কিংস ৯ বছর আগের একটি ছবি শেয়ার করে লিখেছে, ‘সেলফি যখন কথা বলে’। সুরেশ রায়নার সঙ্গে টেস্ট জার্সিতে ধোনির সেলফি। ধোনির চোখ ভেজা। অবসরের সিদ্ধান্তেই কেঁদেছিলেন, চেন্নাই সুপার কিংসের পোস্ট তাই বলছে।

Next Article