
কলকাতা: শুভমন গিল (Shubman Gill) আর চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এই মুহূর্তে আলোচনার শীর্ষে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজের প্রথম টেস্টেই হেরে বসেছে ভারত। বিতর্ক যখন তুঙ্গে, তখন গিলকে নিয়ে চলছে চর্চা। তিন নম্বরে খেলা ভারতীয় ক্রিকেটের প্রিন্স নিজেকে প্রমাণ করতে পারছেন না। প্রথম ইনিংসে তাও চেষ্টা করেছিলেন। দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট। দুই ইনিংসেই তাঁকে ফিরিয়েছেন টম হার্টলি। বাঁ হাতি স্পিনারের বিরুদ্ধে শুভমনের দুর্বলতা ক্রমশ যেন প্রকট হয়ে উঠছে। পরিস্থিতি যখন এমন, পূজারাকে বিকল্প হিসেবে ভাবাটা খুব স্বাভাবিক। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইলেও কি খেলতে পারবেন তিনি?
সৌরাষ্ট্র বনাম সার্ভিসেসের ম্য়াচ চলছে রঞ্জিতে। চলতি মরসুমে দারুণ ছন্দে রয়েছেন পূজারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রানও করে ফেলেছেন। কিন্তু সোমবার সেই তিনিই বেশ চাপে। রবিবার ব্যাট করতে নেমেছিলেন চার নম্বরেই। কিন্তু কোমরে চোট পেয়েছিলেন। মাঠেই চিকিৎসা হয়েছিল সিনিয়র ক্রিকেটারের। সোমবার আর ব্যাট করতে নামেননি তিনি। ৩১ বলে ৯ রান করে রিটায়ার্ড হার্ট সৌরাষ্ট্রের ক্রিকেটার। পূজারার এই চোট বেশ উদ্বিগ্ন করে তোলার মতো। বিরাট কোহলির না থাকা বড় কারণ যেমন, তেমনই ইংল্যান্ডের কাছে হারের ময়নাতদন্তে উঠে আসছে অনেক ভুলত্রুটি। সে সব কী ভাবে সামলাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, তা দেখার অপেক্ষায়। কিন্তু এমন জটিল পরিস্থিতিতে পূজারা বিকল্প হতে পারেন। তাঁর চোট ভারতীয় টিমে প্রত্যাবর্তনের স্বপ্নে বড় ধাক্কা, সন্দেহ নেই।
পূজারার অবশ্য ভারতীয় টিমে ফেরার সম্ভাবনা অনেকেই দেখছেন না। ক্যাপ্টেন রোহিত শর্মাও বলে দিয়েছেন, ভারতীয় টিম এখন সামনে তাকাতে চাইছে। যে কারণে তরুণ ক্রিকেটারদের উপরেই ফোকাস করতে চাইছে টিম। প্রশ্ন হল, তরুণরা যদি ভরসা দিতে না পারেন, তা হলে কী হবে?