AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheteshwar Pujara: জাতীয় দলে ফেরা সম্ভব? নতুন উদ্দমে প্রস্তুতি শুরু পূজারার

Duleep Trophy 2023: সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ভিডিয়ো পোস্ট করেছেন। মাল্ডি ডে ম্যাচে রক্ষণ, বল ছাড়ার দক্ষতা খুবই জরুরি। নতুন করে সেই প্রস্তুতিই শুরু করেছেন পূজারা।

Cheteshwar Pujara: জাতীয় দলে ফেরা সম্ভব? নতুন উদ্দমে প্রস্তুতি শুরু পূজারার
Image Credit: twitter
| Updated on: Jun 24, 2023 | 5:12 PM
Share

চেতেশ্বর পূজারা কি ওভালেই শেষ টেস্ট খেলে ফেলেছেন? এই প্রশ্ন দীর্ঘদিন ঘোরাফেরা করছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট ও ওডিআই দল ঘোষণা হয়েছে। টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা বাদ পড়েছেন। সেই প্রশ্ন যেন আরও জোরালো হচ্ছে। আদৌ কি আর জাতীয় দলে ফিরতে পারবেন? পূজারা অবশ্য লড়াই ছাড়ছেন না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে কাউন্টি ক্রিকেটে খেলেছেন চেতেশ্বর পূজারা। সাসেক্সের হয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স করেছেন। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ওপর বাড়তি প্রত্যাশা ছিল ভারতীয় শিবিরের। কিন্তু দুই ইনিংসেই তাঁর আউটের ধরন টিম ম্যানেজমেন্টের অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে। প্রথম ইনিংসে জাজমেন্ট দিতে গিয়ে বোল্ড হন পূজারা। একশোর বেশি টেস্ট খেলা পূজারার এ ভাবে আউটে হতাশ ভারতীয় শিবির।

GHORER BIOSCOPE COUNTDOWN

ভুল শুধরে দ্বিতীয় ইনিংসে ভরসা দেবেন এমনটাই মনে করা হচ্ছিল। কার্যক্ষেত্রে দেখা গেল উল্টো। অপ্রয়োজনীয় এবং শিক্ষানবীশ ধরনের শট খেলে ফেরেন। ভারতীয় ক্রিকেটে চেতেশ্বর পূজারার অবদান কম নয়। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর চোয়ালচাপা লড়াই সেরা উদাহরণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পূজারার আউট দেখে অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার আক্ষেপে বলে ফেলেছিলেন, ‘ও যদি আমাদের বিরুদ্ধে এমন শট খেলতো…।’

ক্যারিবিয়ান সফরে ভারতীয় টেস্ট দলে বেশ কিছু নতুন মুখ রয়েছে। পূজারার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়ালদের কথা। ওয়েস্ট ইন্ডিজে যেই সুযোগ পান, ভালো পারফর্ম করলে পূজারার ফেরার রাস্তা আরও ক্ষীণ হবে। পূজারা যে লড়াই ছাড়বেন না, এমনটা পরিষ্কার। এর আগেও জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন, ফিরেওছিলেন। এ বারও লড়াইয়ের পথেই।

চেতেশ্বর পূজারাকে দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে। ২৮ জুন শুরু হচ্ছে দলীপ ট্রফি। পূজারা খেলবেন ওয়েস্ট জোনের হয়ে। ওয়েস্ট জোন সরাসরি সেমিফাইনাল খেলবে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করলে, নির্বাচকরা কিন্তু বাধ্য হবেন পূজারাকে নিয়ে ভাবতে। ইতি মধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন পূজারা। সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ভিডিয়ো পোস্ট করেছেন। মাল্ডি ডে ম্যাচে রক্ষণ, বল ছাড়ার দক্ষতা খুবই জরুরি। নতুন করে সেই প্রস্তুতিই শুরু করেছেন পূজারা।