AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ইংল্যান্ড টেস্টে বিরাট কোহলির পরিবর্ত কে হতে পারেন?

India vs England Test Series: ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সিরিজ। রঞ্জি ট্রফিতে ধারাবাহিক রান করছেন চেতেশ্বর পূজারা। ঘরের মাঠে ইংল্য়ান্ড সিরিজে বিরাটের পরিবর্ত হিসেবে ভাবনায় রয়েছে পূজারার নামও। তবে অনেকেই মনে করছেন, পূজারাকে নেওয়া মানে পিছন দিকে তাকানো। দৌড়ে রয়েছেন সরফরাজ খান। একটা সময় তাঁর ফিটনেস নিয়ে প্রচুর সমালোচনা হত। প্রথম শ্রেনির ক্রিকেটে ধারাবাহিক রান করলেও জায়গা হয়নি সরফরাজের। অবশেষে তাঁকে ভারত এ দলে খেলানো শুরু হয়েছে।

Virat Kohli: ইংল্যান্ড টেস্টে বিরাট কোহলির পরিবর্ত কে হতে পারেন?
Image Credit: PTI, FILE
| Updated on: Jan 22, 2024 | 7:58 PM
Share

কলকাতা: বৃহস্পতিবার শুরু ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগেই ভারতীয় শিবিরে ধাক্কা। প্রথম দু-ম্যাচের জন্য দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু-ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। অধিনায়ক রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। বোর্ডের তরফে বিবৃতিতে আরও জানানো হয়েছে, দ্রুতই তাঁর পরিবর্ত ঘোষণা করা হবে। আর এই নিয়েই শুরু হয়েছে আলোচনা। ভেসে আসছে বেশ কিছু নাম। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরপর দু-বার ফাইনাল খেলেছে ভারত। দু-বারই ফাইনালে হার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। দু-ইনিংসেই হতাশার পারফরম্যান্স ছিল চেতেশ্বর পূজারার। সেই ফাইনালের পরই টেস্ট দল থেকে বাদ দেওয়া হয় পূজারাকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্বে ওয়েস্ট ইন্ডিজে প্রথম সিরিজ খেলে ভারত। সেখানে তিন নম্বরে ব্যাট করেছিলেন শুভমন গিল। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরেও শুভমনই তিনে ব্যাটিং করেন। যদিও নতুন পজিশনে ভরসা দিতে ব্যর্থ শুভমন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকেই তিনে খেলানো হতে পারে। আপাতত আলোচনায় চার নম্বর।

ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সিরিজ। রঞ্জি ট্রফিতে ধারাবাহিক রান করছেন চেতেশ্বর পূজারা। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে বিরাটের পরিবর্ত হিসেবে ভাবনায় রয়েছে পূজারার নামও। তবে অনেকেই মনে করছেন, পূজারাকে নেওয়া মানে পিছন দিকে তাকানো। দৌড়ে রয়েছেন সরফরাজ খান। একটা সময় তাঁর ফিটনেস নিয়ে প্রচুর সমালোচনা হত। প্রথম শ্রেনির ক্রিকেটে ধারাবাহিক রান করলেও জায়গা হয়নি সরফরাজের। অবশেষে তাঁকে ভারত এ দলে খেলানো শুরু হয়েছে। অজিত আগরকর বোর্ডের সিনিয়র দল নির্বাচন কমিটির প্রধান হওয়ার পর থেকেই আশার আলো দেখছেন সরফরাজ। বিকল্প হিসেবে দেখা হচ্ছে তাঁকে।

উড়িয়ে দেওয়া যাচ্ছে না রিঙ্কু সিং এবং সাই সুদর্শনের নাম। কাউন্টি ক্রিকেটে খেলেছেন সাই। তাঁর রক্ষণ খুবই ভালো। আক্রমণ কতটা ভালো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং দেশের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটেও প্রমাণ করেছেন। রিঙ্কুর সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না। বরং বলা ভালো, তাঁর উত্থান দেখে রিঙ্কুকেই এগিয়ে রাখা হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে নজর কাড়ার পর দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে ফরম্যাটেও সুযোগ হয় রিঙ্কুর। অনেককে দেশে পাঠানো হলেও রিঙ্কুকে ভারত এ দলে যোগ করা হয় দক্ষিণ আফ্রিকায়। যদিও তাঁকে এ দলে খেলানো হয়নি। বরং টেস্ট স্কোয়াডের সঙ্গে ছিলেন রিঙ্কু। পরিবর্ত ফিল্ডার হিসেবেও নামানো হয়েছিল।

রিঙ্কুর ব্যাটিংয়ের পাশাপাশি ইতিবাচক দিক ফিল্ডিং। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন রিঙ্কু সিং। ইংল্যান্ড এ দলের বিরুদ্ধে ভারত এ দলে রাখা হয়েছে রিঙ্কুকে। রঞ্জি ট্রফিতেও ভালো পারফর্ম করছেন। সুতরাং, হঠাৎই রিঙ্কু টেস্ট স্কোয়াডে ডাক পেলেও অবাক হওয়ার নেই! এড়িয়ে যাওয়া যায় না রজত পাতিদারের নামও। অতীতেও টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। যদিও অভিষেক হয়নি রজতের।